You dont have javascript enabled! Please enable it! 1969.02.24 | দেশবাসীর প্রতি শেখ মুজিব : শান্তি ও শৃংখলা রক্ষা করুন | দৈনিক পয়গাম - সংগ্রামের নোটবুক

দৈনিক পয়গাম
২৪শে ফেব্রুয়ারি ১৯৬৯
দেশবাসীর প্রতি শেখ মুজিব : শান্তি ও শৃংখলা রক্ষা করুন

ঢাকা, ২৩শে ফেব্রুয়ারী।- আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমান শান্তি ও শৃংখলা বজায় রাখার জন্য দেশবাসীর প্রতি আবেদন জানাইয়াছেন।
আজ রাত্রে সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন, আজ বিকালে ঢাকা ক্লাবের নিকট একটি দুঃখজনক ঘটনার কথা শুনিয়া আমি অত্যন্ত মর্মাহত হইয়াছি। আজ রেসকোর্স ময়দানে ১০ লক্ষ লোকের জনসভায় সকলে এই মর্মে শপথ গ্রহণ করে যে, তাহাদের আন্দোলনকে কোনমতেই লক্ষ্যভ্রষ্ট হইতে এবং জনগণের আত্মত্যাগ ব্যর্থতায় পর্যবসিত হইতে দেওয়া হইবে না।
এই শপথের প্রতি মর্যাদা প্রদানের জন্য আমি জনসাধারণের প্রতি আকুল আবেদন জানাইতেছি। অবিশ্রান্ত সংগ্রাম পরিচালনার ফলশ্রুতি হিসেবে যে সম্ভাবনার আলো আমরা আজ দেখিতেছি উহা যাহাতে বিনষ্ট না হয় সে জন্য যে কোন মূল্যে আমাদিগকে শান্তি ও শৃংখলা অক্ষুণ্ণ রাখিতে হইবে। যে কোন উস্কানি এবং উত্তেজনামূলক পরিস্থিতির মোকাবেলায় আমাদিগকে অবশ্যই ধৈর্য্য ও শৃংখলা রক্ষা করিতে হইবে। জনসাধারণকে কোনভাবে উত্তেজিত কিংবা প্ররোচিত না করার জন্যও আমি সরকারকে সতর্ক করিয়া দিতেছি। ঢাকা ক্লাবের সম্মুখস্থ দূর্ঘটনায় আহতদের প্রতি আমি সমবেদনা জানাইতেছি।
উল্লেখ্য যে, পরে শেখ মুজিব মেডিক্যাল কলেজে আহতদের দেখিতে যান এবং তাদের সহিত কথাবার্তা বলেন।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯