You dont have javascript enabled! Please enable it! 1969.02.24 | মুজিব কর্তৃক আতাউর রহমানকে গোলটেবিল বৈঠকে আমন্ত্রণের দাবী | দৈনিক পয়গাম - সংগ্রামের নোটবুক

দৈনিক পয়গাম
২৪শে ফেব্রুয়ারি ১৯৬৯
মুজিব কর্তৃক আতাউর রহমানকে গোলটেবিল বৈঠকে আমন্ত্রণের দাবী

ঢাকা, ২৩শে ফেব্রুয়ারী।— শেখ মুজিবর রহমান আজ এপিপি প্রতিনিধিকে বলেন যে, জনাব আতাউর রহমান খানকেও গোলটেবিল বৈঠকে আমন্ত্রণ জানান উচিত ছিল। শেখ মুজিব আজ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জনাব আতাউর রহমান খানের সহিত আলোচনা করিয়াছেন বলিয়াও উল্লেখ করেন। শেখ মুজিব উল্লেখ করেন, তাঁহার নেতৃত্বে একটি ৯ সদস্যের আওয়ামী লীগ দল আগামীকাল রাওয়ালপিণ্ডির পথে ঢাকা ত্যাগ করিতেছে। রাওয়ালপিণ্ডি গমনের পূর্বে শেখ মুজিব লাহোরে লেঃ জেনারেল আজম খান, এয়ার মার্শাল আসগর খান, বিচারপতি মুর্শেদ এবং মালিক গোলাম জিলানীর সহিত সাক্ষাৎ করিবেন। ‘ডাক’-এর কোন বৈঠকে যোগদানের পূর্বে তিনি ‘ডাক’ নেতাদের প্রত্যেকের সহিত আলাদাভাবে আলাপ-আলোচনা করিবেন বলিয়া জানান।
আওয়ামী লীগ প্রতিনিধিদলে যাহারা রাওয়ালপিণ্ডি যাইতেছেন তাহারা হইলেন: জনাব তাজুদ্দীন আহমদ, মীজানুর রহমান চৌধুরী, আবদুল মোমেন, জহুর আহমদ চৌধুরী, আবদুল মালেক উকিল, এম এ আজিজ, রইসউদ্দিন এবং মতিউর রহমান। -এপিপি।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯