You dont have javascript enabled! Please enable it! 1971.10.15 | ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে পাক বাহিনীর প্রচণ্ড গােলাবর্ষণ | কালান্তর - সংগ্রামের নোটবুক

ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে পাক বাহিনীর প্রচণ্ড গােলাবর্ষণ

আগরতলা, ১৪ অক্টোবর (ইউ এন আই)-ত্রিপুরার দক্ষিণে বেলােনিয়া মহকুমা শহরের ওপর সীমান্তের ওপার থেকে পাকসৈন্য বাহিনী প্রচণ্ডভাবে গােলাবর্ষণ করে। গত ১১ অক্টোবর রাত্রি ৮-৩০ মিঃ থেকে প্রায় ৮ ঘণ্টা ধরে এই গােলাগুলি চলতে থাকে। কোন হতাহতের সংখ্যা পাওয়া যায়নি।
আগরতলার উপকণ্ঠ কোতয়ালি থানা অন্তর্গত গজারিয়া গ্রামে গত ১২ অক্টোবর পূর্ববঙ্গে আরাইল গ্রাম থেকে পাক বাহিনী গােলাবর্ষণ করতে থাকে।
গত ১০ অক্টোবর পাক বাহিনী অনুরূপভাবে পূর্ববঙ্গের দত্তসার এলাকা থেকে দক্ষিণ ত্রিপুরার পুরানাে রাজবাড়ী থানার হেকিমপুর গ্রামে গুলি চালায়। আজ এখানে প্রাপ্ত এক সরকারী রিপাের্টে উপরােক্ত তথ্য জানা গেছে।

সূত্র: কালান্তর, ১৫.১০.১৯৭১