২৫ মার্চ ১৯৭১ঃ সন্ধ্যা পর্যন্ত শেখ মুজিবের কার্যক্রম
সারাদিন মিছিল শোভাযাত্রায় আগতদের উদ্দেশে শেখ মুজিব বক্তৃতা করেন। তিনি বলেন যতই রক্তচক্ষু দেখানো হোকনা কেন সাত কোটি বাঙ্গালীর দাবী আমরা আদায় করবই। আমরা রক্ত দিয়েছি রক্ত আরও দেব। এদিন তিনি বাড়ীর ব্যালকনিকে মঞ্চ হিসেবে ব্যাবহার করেন। সন্ধ্যায় তিনি পত্রিকায় একটি বিবৃতি দেন বিবৃতিতে তিনি বলেন প্রেসিডেন্ট এর ঢাকা আগমন এবং তার পরবর্তী আলাপ আলোচনায় জনগন আশা করেছিল রাজনৈতিক পদ্ধতিতেই সমস্যার সমাধান হয়ে যাবে। প্রেসিডেন্ট এবং আমার মধ্যে কতিপয় মৌলিক বিষয়ে ঐক্যমত হয়েছিল। সেই মৌলিক বিষয় সমুহের উপর উপদেষ্টা পর্যায়ে খুঁটিনাটি আলাপ হচ্ছিল। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি এবং রাজনৈতিক সমাধান উদ্ভাবনের জন্য আমরা যথাসাধ্য প্রচেষ্টা চালিয়েছি। এখন এ বিষয়ে সময়ক্ষেপনের কোন কারন নেই। এ বিষয়ে আরও বিলম্ব দেশের জন্য ভয়াবহ হতে পারে।