দৈনিক পয়গাম
২৪শে ফেব্রুয়ারি ১৯৬৯
রবীন্দ্র সঙ্গীত প্রসঙ্গে শেখ মুজিব
(ষ্টাফ রিপোর্টার)
শেখ মুজিবর রহমান গতকল্য (রবিবার) রেডিও পাকিস্তান ও টেলিভিশন কেন্দ্র হইতে পর্যাপ্ত রবীন্দ্র সঙ্গীত পরিবেশনের দাবী জানান।
রেসকোর্স ময়দানে এক বিশাল জনসমাবেশে বক্তৃতা প্রসঙ্গে শেখ মুজিব রেডিও পাকিস্তান হইতে রবীন্দ্র সঙ্গীতের প্রচার বন্ধ করায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন।
তিনি বলেন যে, রবীন্দ্র সঙ্গীতের মধ্যে “এমন কিছু নাহি আছে” —যাহার জন্য ইহার প্রচার বন্ধ করা হইয়াছে। তিনি ইহাকে “মুর্খদের কাণ্ড” বলিয়া অভিহিত করেন।
তিনি বলেন যে, জনগণ সেক্সপীয়ার, হাফিজ, এরিষ্টটল, মার্কস, মাও সে তুং, গ্যাটে লেনিন প্রমুখ মহামানবের রচনা পড়ে জ্ঞানকে সমৃদ্ধ করিবার জন্য। অনুরূপভাবে জনগণ কিছু শিখিবার জন্যই রবীন্দ্রনাথ পাঠ করে। রবীন্দ্রনাথ শুধু বাংলা ভাষী জনগণের কবি নয়, তিনি বিশ্বকবি।
বাসভবনে পৌঁছাইয়া দেওয়া হয়। এই খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে হাজার হাজার উল্লসিত ছাত্র-জনতা তাহাদের প্রিয় নেতাকে দেখিবার জন্য শেখ সাহেবের বাসভবনে উপস্থিত হয়। ছাত্রজনতার কণ্ঠে মুহুর্মুহু শ্লোগান উত্থিত হইতে থাকে ‘জয় জনতার জয়’ আর জেলের তালা খুলেছি, শেখ মুজিবকে এনেছি।
শেখ মুজিব তাহার বাসভবনের বারান্দায় দাঁড়াইয়া হাজার হাজার ছাত্র- জনতার প্রাণঢালা অভিনন্দন গ্রহণ করেন। এই সময় শেখ মুজিবের স্ত্রীকে আনন্দাশ্রু উদ্বেল ও বাক-রুদ্ধ-অবস্থায় দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই তাঁহার বাসভবন এবং সম্মুখস্থ রাস্তাঘাট জনারণ্যে পরিপূর্ণ হইয়া যায়। ঢাকা শহরের মানুষ; জনগণ তাঁহার বাসভবনের দিকে ঢেউয়ের মতো ছুটিয়া চলিয়াছে -পথে শুধু মানুষ আর মানুষ।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯