You dont have javascript enabled! Please enable it! 1971.03.24 | শেখ মুজিবের হুশিয়ারী- বাংলার মানুষের উপর কোন কিছু চাপিয়ে দেয়া হলে তা সহ্য করা হবে না - সংগ্রামের নোটবুক

২৪ মার্চ ১৯৭১ঃ শেখ মুজিবের হুশিয়ারী

শেখ মুজিবুর রহমান তার ধানমণ্ডির বাড়ীর সামনে অগনিত মানুষের সামনে এক বক্তৃতায় বলেন বাংলার মানুষের উপর কোন কিছু চাপিয়ে দেয়া হলে তা সহ্য করা হবে না। তিনি বলেন আমাদের দাবী ন্যায্য ও সুস্পষ্ট এবং তা অবশ্যই মেনে নিতে হবে। শেখ মুজিব উপস্থিত জনতার সাথে মিলে স্লোগান দেন সংগ্রাম সংগ্রাম চলছে চলবে। তিনি বলে যে পর্যন্ত না সাড়ে সাত কোটি মানুষ মুক্তি পাবে, দাবী আদায় হবে সে পর্যন্ত সংগ্রাম চলবে। তিনি যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য জনগণকে প্রস্তুত থাকার আহবান জানান।  ওয়ালী ন্যাপ প্রধান ওয়ালী খান এবং বেলুচিস্তান ন্যাপ সভাপতি গাউস বক্স বেজেনজো শেখ মুজিবের সাথে সাক্ষাৎ করেছেন।