You dont have javascript enabled! Please enable it! 1975.08.13 | ভূমি রাজস্ব আদায়ে একটি মাত্র কর ধার্যের প্রশ্ন বিবেচনাধীন | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

ভূমি রাজস্ব আদায়ে একটি মাত্র কর ধার্যের প্রশ্ন বিবেচনাধীন

ভূমি প্রশাসন ও ভূমি সংস্কারমন্ত্রী জনাব মুহম্মুদুল্লাহ বলেন যে, বর্তমানে ভূমি রাজস্ব ও বহুবিধ কর আদায় ব্যবস্থার জটিলতা দূর করার জন্য দেশে শুধু একটি মাত্র কর ধার্য করার সহজতর উপায় উদ্ভাবনের ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা চলছে। বাসস জানান, মন্ত্রী গতকাল বঙ্গ ভবনে জেলা গভর্নরদের প্রশিক্ষণ কার্যক্রমে ভাষণদানকালে বলেন যে, ভূমি রাজস্ব পদ্ধতিতে বর্তমান পরিস্থিতি সহিত সামঞ্জস্যপূর্ণ করে নতুন ছাঁচে গড়ে তােলার উদ্দেশ্যে এই পরীক্ষা নিরীক্ষা চালানাে হচ্ছে। মন্ত্রী বলেন, দেশের মােট আবাদি জমির ৩৫ লক্ষ একর ভূমি বর্গাদার বা ভাগ চাষীদের সাহায্যে চাষাবাদ করা হয়। এ সকল বর্গাদারগণ উৎপাদিত ফসলের মাত্র অর্ধেক অংশ লাভ করে। বৎসরান্তে তাদেরকে জমি চাষ করতে দেয়া না দেয়া মালিকের মর্জির উপর নির্ভরশীল। সরকার জাতীয় উৎপাদন বৃদ্ধির স্বার্থে বর্গা চাষীদের নিরাপত্তার বিষয়ে সম্পূর্ণ সচেতন বলে তিনি উল্লেখ করেন। জনাব মুহম্মুদুল্লাহ বলেন যে, দেশে সকল থানায় সাবরেজিষ্ট্রী অফিস স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পতিত ও অনাবদি জমি প্রসঙ্গে মন্ত্রী বলেন যে, এই সকল জমি সংস্কার ও এই গুলিকে ভূমিহীন কৃষকদের মধ্যে বিতরণ করার বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৩ আগস্ট ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত