৪ জন চরমপন্থী নিহত: ১ জন গ্রেফতার
ঝিনাইদাহ, ১২ই আগস্ট শৈলকুপা থানার অন্তর্গত রামচন্দ্রপুর গ্রামের গত সােমবার রক্ষীবাহিনীর জোওয়ানদের সহিত গুলি বিনিময়ে চারজন চরমপন্থী নিহত ও একজন গ্রেফতার হয়েছে। চরপন্থীদের ব্যাপারে খবর পেয়ে রক্ষী বাহিনীর একটি দল উক্ত গ্রামে গমন করে, চরমপন্থীরা রক্ষী বাহিনীর আগমন টের পেয়ে গুলি বর্ষণ শুরু করে। ফলে রক্ষী বাহিনীরও তার জবাব প্রদান করে। দুই ঘন্টা ব্যাপী গুলি বিনিময়ে ৪ জন ঘটনাস্থলেই নিহত ও একজন গ্রেফতার হয়। অন্যেরা পলায়ন করে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৩ আগস্ট ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত