শ্রমিকদের আড়াই সের গম দেয়া হচ্ছে: ৬০ ভাগ দুঃস্থ মানুষকে খাদ্য দেয়া হচ্ছে- আব্দুল মােমিন
গতকালকে দ্বিতীয় অধিবেশনে প্রতিবেদনের উপর আলােচনা প্রসঙ্গে খাদ্য মন্ত্রী জনাব আবদুল। মােমিন দেশের সার্বিক উন্নয়ন এবং খাদ্য উৎপাদনের মাধ্যমে বেকার সমস্যা দূর করার ক্ষেত্রে সমবায়ের উপর বিশেষ গুরুত্ব আরােপ করেন। তিনি বলেন, স্বাধীনতার পর দেশের খাদ্য ঘাটতি ছিল ৩০ লক্ষ টন। ৭৪ সালের উহা ১৭ লক্ষ টনে নামিয়ে আসে এবং বর্তমান বৎসর এই খাদ্য ঘাটতি আরও কমিয়া ১৫ লক্ষ টনে দাড়াবে বলে আশা প্রকাশ করেন।
খাদ্য মন্ত্রী বলেন, দেশের খাদ্য ঘাটতি, বেকারত্ব এবং বৈদেশিক মুদ্রার অভাব দূর করা জন্য আমাদেরকে সমবায়ের কর্মসূচী বাস্তবায়িত করতে হবে। তিনি জানান খাদ্যের বন্টন নীতি ধীরে ধীরে পরিবর্তন করা হচ্ছে। কাজের বিনিময় খাদ্য কর্মসূচীর মাধ্যমে ইতিমধ্যেই দেশের শতকরা ৬০ ভাগ দুঃস্থ মানুষকে খাদ্য বন্টন করে দেয়া হয়েছে। তিনি বলেন, বর্তমান বছর কাজের বিনিময়ে খাদ্যকর্মসূচীতে প্রতি শ্রমিককে দৈনিক সােয়াদুইসের করে গম দেয়া হচ্ছে, তবে আগামী বছর মাথা পিছু দৈনিক আড়াই সের করে গম দেয়া হবে। গতকালকার এই অধিবেশন অন্য যাহারা আলােচনায় অংশগ্রহণ করেন তাহারা হলেন বাকশাল কেন্দ্রীয় কমিটির দুই সদস্য পীর হাবিবুর রহমান এবং জনাব এ টি এম সৈয়দ হােসেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৩ আগস্ট ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত