You dont have javascript enabled! Please enable it! 1975.08.13 | ৬ ব্যক্তির নাগরিকত্ব বাতিল | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

৬ ব্যক্তির নাগরিকত্ব বাতিল

বিদেশে বাংলাদেশ বিরােধী কার্যকলাপে লিপ্ত থাকায় সরকার ৬ ব্যক্তির নাগরিকত্ব বাতিল করেছেন। ৭ই আগস্ট প্রকাশিত এক সরকারী গেজেট হতে এই তথ্য জানান গেছে।
যাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে তারা হলেন: ১) মিসেস নুরুন্নেসা চৌধুরী, স্বামী জনাব এস আবদুর রব চৌধুরী, দড়িয়াপাড়া, সিলেট এবং ৪০/৩ নয়াপল্টন ঢাকা, ২) জনাব আবদুল্লা দতারিক মাে: ওয়ালী আশরাফ, ওমরাকান্দি বাঞ্ছারামপুর, কুমিল্লা এবং ৩২ মায়া কানুন, কমলাপুর, ঢাকা, ৩) সৈয়দ মাে: আলী, পিতা মরহুম সৈয়দ বদরুদ্দোজা, কলিকাতা এবং ১২, পাতলা খান লেন, ঢাকা। ৪) জনাব আবদুল জামিল মাে: হােসেন, পিতা জনাব এম এইচ খন্দকার, নওগাঁ, রাজশাহী এবং ৫৮৭ ধানমন্ডী আবাসিক এলাকা সড়ক নং ১৭ ঢাকা। ৫) জনাব ওয়াজি উদ্দিন আহমেদ কোয়েদী, পিতা জনাব মহিউদ্দিন আহমেদ, জেলা সিলেট। ৬) জনাব আবদুল রব, পিতা আবদুর গফুর দরিয়াপাড়া সিলেট।
গেজেটে বলা হয়েছে যে, উপরােক্ত ব্যক্তিরা যুক্তরাজ্যে অবস্থান করে বাংলাদেশ বিরােধী কার্যকালাপে লিপ্ত রয়েছেন। এই আচরণের জন্য তারা বাংলাদেশেল নাগরিক হিসেবে গণ্য হওয়ার যােগ্যতা হারায়েছেন। তাই সরকার ১৯৭২ সালের বাংলাদেশ নাগরিকত্ব আদেশের রাষ্ট্রপতির ১৪৯ নং আদেশ ৩ নং অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে তাদের বাংলাদেশ নাগরিকত্ব বাতিল করেছেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৩ আগস্ট ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত