বাংলাদেশের অগ্রগতিতে মুগ্ধ হয়েছি- দক্ষিণ কোরিয়ার বিশেষ দূত
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধান পার্ক চুংহীর বিশেষ দুহ মি: সােয়াং চুং গতকাল বলেন যে, রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান নেতৃত্বে এই দেশের মানুষের কঠোর মেহনতীর ফলশ্রুতি স্বরূপ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেলের অগ্রগতির নিদর্শন দেখে তিনি মুগ্ধ হয়েছেন।
বাংলাদেশ দুই দিনব্যাপী সফল শেষে ঢাকা ত্যাগের প্রাক্কালে বিমান বন্দরে প্রদত্ত এক বিবৃতিতে মি: চুং বাংলাদেশের সরকার ও জনগণের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন যে, দেশের সকলের সমৃদ্ধি ও অর্থনৈতিক কল্যাণ সাধনের তারা কঠোর পরিশ্রম করেছেন। দক্ষিণ কোরিয়ার বিশেষ দূত বলেন যে, দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে অভিন্ন লক্ষ্য ও আশা আকাংখার অংশীদার। আন্তর্জাতিক দৃশ্যপটের উভয় দেশই স্বাধীন ও পররাষ্ট্র নীতি ও শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাসী। তিনি বলেন, সর্বক্ষেত্রেই আমরা শান্তি কামনা করি। কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ আজাদ বিমান বন্দরে তাকে বিদায় সম্বর্ধনা জ্ঞাপন করেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৪ আগস্ট ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত