You dont have javascript enabled! Please enable it! 1975.08.08 | চলতি সালে স্থানীয় উৎপাদন দ্বারা ৯০ ভাগ বস্ত্রের চাহিদা পূরণ হবে | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

চলতি সালে স্থানীয় উৎপাদন দ্বারা ৯০ ভাগ বস্ত্রের চাহিদা পূরণ হবে

দেশে ২৯ টি বস্ত্র মিলে এই বছর ১০ কোটি গজ কাপড় তৈরী হবে আর সুতা তৈরী হবে ৭৫ লক্ষ পাউণ্ড। এই সব মিলে চালু টাকুর সংখ্যা ৬ লক্ষ ৮০ হাজার টি। বুধবার এনার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে শিল্পমন্ত্রী জনাব এ, এস, এম কামরুজ্জামান এই তথ্য প্রকাশ করে আশা প্রকাশ করেন যে, ১৯৭৮ সালের মধ্যে দেশ বস্ত্রের সয়ংসম্পূর্ণ হবে। স্থানীয় উৎপাদনের মাধ্যমে এই বৎসর দেশের শতকরা ৯০ ভাগ চাহিদা পূরণ করা যাবে বলে তিনি জানান। শিল্পমন্ত্রী জানান, চলতি বছরে যে সুতা তৈরী হবে তা আমদানীকৃত আড়াই কোটি পাউণ্ড মজুত সুতা অতিরিক্ত। আশি বা তদূর্ধ কাউন্টে কিছু সুতা আমদানী করা হতে পারে। আশির কম কাউন্টের সুতা দেশেই তৈরী করা হবে। তিনি জানান যে, সুতার মানােন্নয়নের জন্য তিনি কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সােভিয়েট ইউনিয়ন সুদান, ও মিসর থেকে সাড়ে ৩ লক্ষ বেল সূতা আমদানী করবে। গত বছর আমদানী করা হয়েছিল ৩ লক্ষ বেল। মন্ত্রী সন্তোষের সঙ্গে উল্লেখ করেন যে, আমাদের টাকার মূল্য পূর্ণনির্ধারণ সত্ত্বেও বস্ত্রের মূল্য বৃদ্ধি করা হয় নাই। বস্তুত: সাম্প্রতিকালে বস্ত্রের মূল্য আনেক হ্রাস পেয়েছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ৮ আগস্ট ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত