বঙ্গবন্ধুর নির্দেশে চালনা শ্রমিকদের মজুরী শতকরা ৮৫ভাগ বৃদ্ধি
রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চালনা বন্দর শ্রমিকদের সর্বনিম্ন মজুরী চট্টগ্রাম বন্দর শ্রমিকদের সমানে উপনীত করা নির্দেশ দিয়েছেন। খবর বাসস’র
বঙ্গবন্ধুর এই নির্দেশের ফলে চালনা বন্দর শ্রমিকদের মজুরী শতকরা ৮৫ ভাগ বৃদ্ধি পাবে। এখানে উল্লেখ যােগ্য পাক স্বাধীনতা আমলে বন্দর শ্রমিকদের স্বার্থ উপেক্ষিত ছিল। স্বাধীনতার পর কর্তৃপক্ষের সঙ্গে আলােচনার মাধ্যমে চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের মজুরী ২ বার বৃদ্ধি করা হয়। কিন্তু চালনা বন্দরে শ্রমিকদের অবস্থা স্বাধীনতা পূর্ববর্তী আমলের মতই থাকে। এই বিষয়টি বঙ্গবন্ধুর দৃষ্টি গােচরে আনা হলে তিনি এই বৈষম্য নিরশনের নির্দেশ দেন এবং নতুন হার অনুযায়ী মজুরী প্রধানের জন্য সংশ্লিষ্ট সকলকে আদেশ দিয়েছেন। এই ব্যপারে সরকারী নির্দেশে বলা হয়েছে, “১৯০৮ সালের আইনে ৫ (ক) ধারায় (১৯০৮ সালের ১৫ নং আইন) পদত্ত ক্ষমতা বলে সরকার শিপিং এজেন্ট ষ্টিভেডর ও শ্রমিক ঠিকাদারদের অধীনে কর্মরত সকল ব্যক্তিকে নিম্ন লিখিত তফসিল অনুযায়ী মজুরী প্রদানের নির্দেশ দিচ্ছে। দৈনিক মজুরী: সরদার-১৫ টাকা ৪২ পয়সা, মেট-১৩ টাকা ২২ পয়সা, উইঞ্চম্যান –১১ টাকা ৫৭ পয়সা, খালাসী- ১১ টাকা ৫৭ পয়সা, এবং শ্রমিক ১১ টাকা।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৯ আগস্ট ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত