You dont have javascript enabled! Please enable it! 1975.08.09 | সারের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করার জন্য আইন করা হবে- কৃষিমন্ত্রী | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

সারের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করার জন্য আইন করা হবে- কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ গতকাল ঢাকায় গভর্ণর প্রশিক্ষণ কোর্সে বক্তৃতাকালে বলেন যে, সরকার কৃষকদের মধ্যে সার বণ্টনের ব্যপারে দুর্নীতি উচ্ছেদ করার জন্য শীঘ্রই আইন প্রণয়ন করবেন। তিনি বলেন, এখন থেকে কৃষকদের জন্য প্রয়ােজন মত সার পাওয়া যাবে। কিন্তু বণ্টন নিশ্চিত করার জন্য অগ্রাধিকার ভিত্তিতে তালিকা প্রণয়ন করা হবে। তিনি বলেন, সরকার কৃষি গবেষণা ও সম্প্রসারণের গুরুত্ব করেছে। ১৯৮০ সালের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করাই তার লক্ষ্য। তিনি বলেন, এ লক্ষ্যে অর্জনের জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রয়ােজনীয় প্রকল্প গৃহীত হয়েছে। ঐ সব প্রকল্প উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। তিনি বলেন, খাদ্য ঘাটতি দরুন গত বছর ২৭ হাজার লােকের প্রাণহানী ঘটিয়েছে। কাজেই উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমাদের এই অবস্থা কাটিয়ে উঠতে হবে। এ ব্যাপারে নয়া প্রশাসনিক ব্যবসায় এই কাজে নেতৃত্ব ও দায়িত্ব স্থানীয় বাকশাল নেতৃবৃন্দের ঘনিষ্ট সহযােগিতায় আপনাদেরই নিতে হবে।
মনজুর মাের্শেদ: গভর্ণর প্রশিক্ষণ কার্যক্রমে ‘কৃষি উপকরণ বিতরণ: জেলা প্রশাসনের ভূমিকা বিষয়ে আলােচনা প্রসঙ্গে কৃষি মন্ত্রণালয়ের সচিব (বি, এ, ডি, সি) এর সাবেক চেয়ারম্যান জনাব মনজুর মাের্শেদ বলেন, জেলা পর্যায়ে যাতে কৃষি উপকরণ যথাসম্ভব এক জায়গা থেকে পাওয়া যায় তার ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, উপাদান বিতরণ ও ব্যবহারের কর্মসূচী সমন্বয় সাধানের জন্য প্রতি জেলায় একজন করে সমন্বয় সাধনকারী নিয়ােগ করা হবে এবং তিনি সংস্থার (সাবেক বি, এ, ডি, সি) পক্ষ থেকে জেলা গভর্নরদের নিকট দায়ী থাকবেন।
জনাব এ, এম আনিসুজ্জামান: কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং বর্তমানে কৃষি উপকরণ সংগ্রহ ও বিতরণ সংস্থার চেয়ারম্যান জনাব এ এম আনিসুজ্জামানা ‘বাংলাদেশ সরকারের কৃষি কার্যক্রম ও তার বাস্তবায়নে জেলা প্রশাসনের ভূমিকা আলােচনা প্রসঙ্গে বলেন যে, প্রকল্প বাস্তবায়ন একটি সম্মিলিত প্রচেষ্টা এবং এর সাফল্যের জন্যে প্রয়ােজন প্রশাসন ও জনগণের সমবেত অংশগ্রহণ। নতুন জেলা প্রশাসন বিশেষ করে জেলা গভর্নরবৃন্দ এক্ষেত্রে জনগণকে উদ্বুদ্ধ করার কাজে বিশেষ সক্রিয় ভূমিকা গ্রহন করতে পারেন বলে তিনি উল্লেখ করেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ৯ আগস্ট ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত