You dont have javascript enabled! Please enable it! 1975.08.06 | নির্ধারিত ক্ষমতা অনুযায়ী উৎপাদন করতে হবে- শিল্প ব্যবস্থাপকদের প্রতি কামারুজ্জামান | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

নির্ধারিত ক্ষমতা অনুযায়ী উৎপাদন করতে হবে- শিল্প ব্যবস্থাপকদের প্রতি কামারুজ্জামান

শিল্পমন্ত্রী জনাব এ এইচ এম কামরুজ্জামান উৎপাদনের হার অন্তন: নির্দিষ্ট ক্ষমতার পর্যায়ে ডপনাত করার জন্য বিভিন্ন রাষ্ট্রয়াত্ত শিল্প প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপকদের আন্তরিক ও কঠোর পরিশ্রম করতে বলেছেন। মঙ্গলবার সংশ্লিষ্ট শিল্প সংস্থার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ম্যানেজারদের বার্ষিক সম্মেলনে শিল্পমন্ত্রী বক্তৃতা করছিলেন। বাসস এর এ খবরে বলা হয় জনাব কামরুজ্জামান জানান, কাঁচামাল ও খুচরা যন্ত্রাংশ সংগ্রহের জন্য সরকার প্রয়ােজনীয় তহবিলের ব্যবস্থা করবেন। তিনি বলেন, যখন প্রায় সব পন্যের চাহিদা রয়েছে। তখন শিল্প প্রতিষ্ঠানসমূহে পূর্ণ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার না করা হবে অপরাধজনক। তিনি হুশিয়ার করে দিয়ে বলেন, স্বজনপ্রীতি, দুর্নীতি বরদাস্ত করা হবেনা। শিল্প মন্ত্রী বলেন, প্রয়ােজনীয় তহবিল দেবার পর কাঁচামাল ও খুচরা যন্ত্রপাতি অভাবের অযুহাত ক্ষমা করা হবে না। এসব জিনিস সময় থাকতেই সংগ্রহ করতে হবে। যাতে একদিনের জন্যও কারখানা উৎপাদন বন্ধ না থাকে। এ প্রসঙ্গে মন্ত্রী অপ্রয়ােজনীয় উৎপাদন খরচ কমিয়ে উৎপাদন ব্যায় হ্রাস করার আহ্বান জানান। তিনি বলেন, গতিশীল সেলসম্যান শীপের মাধ্যমে পন্যের বাজারজাতকরনের দায়িত্ব ব্যবস্থাপনা রয়েছে। জনাব কামরুজ্জামান বলেন, উৎপাদন লক্ষমাত্রা উৎপাদন ক্ষমতায় থেকে কম নির্ধারণ করা চলবে না। তিনি উল্লেখ করেন, ১৯৬৮-৬৯ সালের উৎপাদনকে দৃষ্টান্তমূঔশ বলে বিবেচনা করা যায় না। এবং এই কারনে তা উৎপাদন লক্ষমাত্রা হতে পারে না। শিল্পমন্ত্রী বলেন, কেনা কাটার ব্যাপারে নিকটতম টেন্ডারই অনুমােদন করতে হবে। সরকারী নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রজন করা হবে বলে তিনি সতর্ক করে দেন। জনাব কামরুজ্জামান বলেন, যথাযথ হিসাবপত্র সংরক্ষন করতে হবে। পর্যায়ক্রমে উৎপাদন ব্যয় নির্ধারন করলে উৎপাদন ব্যায় হ্রাস পাবে।

সূত্র: দৈনিক বাংলা, ৬ আগস্ট ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত