জেলার উন্নয়নে গভর্নরদের নেতৃত্বে দিতে হবে
প্রকল্প বাস্তবায়ণ ব্যুরাের চেয়ারম্যান জনাব এ কে এম আহসান বলেন যে, জেলার সার্বিক উন্নয়ণ। প্রকল্প বাস্তবায়নে জেলা গভর্নরদের নেতৃত্বে দিতে হবে। জনাব আহসান গতকাল বঙ্গভবনে জেলা গভর্নরদের প্রশিক্ষণ কার্যক্রম প্রকল্প বাস্তবায়ন, মূল্যায়ন ও প্রতি জ্ঞাপন এবং এই পরিপ্রেক্ষিতে আলােচনা করিতে ছিলেন। প্রকল্প বাস্তবায়ন ব্যুরাের চেয়ারম্যান অতীতের প্রকল্প বাস্তবায়ন নানা অসুবিধার বিষয় উল্লেখ করে বলেন যে স্বাধীনতার সাথে মানে সমগ্র অবস্থার পরিপ্রেক্ষিতে আমূল পরিবর্তন ঘটেছে এবং জনগণের সেবায় সার্বিক দায়িত্ব জনপ্রতিনিধি এবং প্রশাসনের উপর ন্যস্ত হয়েছে। প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে সামগ্রিক দৃষ্টি ভঙ্গি গ্রহণের উপর তিনি গুরুত্ব আরােপ করেন। জেলার বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকারী যােগাযােগ আন্তঃবিভাগীয় বিবাদ বিসম্বাদ পরিহার এবং বিভিন্ন পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়ন জনমত ও সংগঠন গড়ে তােলার ক্ষেত্রে বিশ্লেষণ করেন। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে জনসাধারনের সহযােগিতা, জনগণকে সংগঠন এব জনগণকে প্রশিক্ষণ দেয়ার দায়িত্ব জেলা গভর্নরদের উপর। জেলার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রতি জেলায় একটা অপারেশন রুম স্থাপনের জন্য তিনি সুপারিশ করেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১ আগস্ট ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত