জনসংখ্যা বৃদ্ধি রােধ দ্বিতীয় বিপ্লবের অন্যতম লক্ষ্য- স্বাস্থ্য মন্ত্রী
গতকাল বঙ্গভবনে নব নিযুক্ত গভর্নরদের প্রশিক্ষণ কোর্সে বক্তৃতাকালে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রী জনাব আবদুল মান্নান বলেন যে, বঙ্গবন্ধু সুচিত দ্বিতীয় বিপ্লবের চারটি লক্ষ্যের মধ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ অন্যতম। তিনি বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং উন্নয়ণ তৎপরতা পরস্পর নির্ভরশীল এবং এই সকল উদ্যোগের সাফল্যের জন্য জন সমর্থণ অত্যন্ত গুরুত্বপূর্ণ জনসংখ্যা সমস্যাকে বিশ্ব সমস্যা হিসাবে অভিহিত করে স্বাস্থ্য মন্ত্রী বলেন, তবে দরিদ্র এবং উন্নয়ণগামী জাতিসমূহ এই সমন্যা প্রকটভাবে উপলব্ধি করছে। তিনি উল্লেখ করেন, উন্নয়নগামী দেশে জনসংখ্যা বৃদ্ধির অপ্রতিহত হার এসব দেশের জীবনের মনােন্নয়নের মস্ত বড় প্রতিবন্ধক। তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধির হার ৩ শতাংশ হতে ২.৮ শতাংশে হ্রাস করা বর্তমান যােজনার লক্ষ্য।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৩ আগস্ট ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত