প্রলােভনের উর্ধ্বে উঠে জনগণের সেবা করুনঃ গবর্নরদের প্রতি স্পীকার
স্পীকার জনাব আবদুল মালেক উকিল ন্যায়-নিষ্ঠা ও ত্যাগের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব সফল করার জন্য গবর্নরদের প্রতি আহ্বান জানিয়েছেন। জনাব আবদুল মালেক উকিল রােববার নােয়াখালী জেলার নবনিযুক্ত গবর্নরদের এক সম্বর্ধনা সভায় প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। নােয়াখালী সমিতি এই সম্বর্ধনার আয়ােজন করে। সমিতির সভাপতি জনাব সফিকুর রহমান এই সভায় সভাপতিত্ব করেন। সভায় শিক্ষামন্ত্রী ডক্টর মােজাফফর আহমদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আবদুল মতিন চৌধুরী এবং নােয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নবনির্বাচিত গবর্নর যথাক্রমে জনাব নুরুল হক এমপি ও জনাব আবদুর রশীদ বক্তৃতা করেন।
স্পীকার জনাব উকিল বলেন: নিজেদের ভাবধারা ও কৃষ্টিকে বজায় রেখে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তােলার জন্য বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের আহ্বান জানিয়েছেন। তিনি সকল প্রকার ভয় ও প্রলােভনের ঊর্ধ্বে উঠে জনগণের সেবা করার জন্য গবর্নরদের প্রতি আহ্বান জানান।
সূত্র: দৈনিক বাংলা, ২৮ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত