দেশজ কাঁচামালভিত্তিক শিল্পপ্রতিষ্ঠায় সাহায্য দেয়া হবে: শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী জনাব এ এইচ এম কামরুজ্জামান ব্যবসায়ীদের প্রতি দেশজ কাঁচামালভিত্তিক শিল্প প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যে এ ধরনের শিল্প প্রতিষ্ঠায় আগ্রহী উদ্যোক্তাদের সম্ভাব্য সবরকম সরকারী সাহায্য দেওয়া হবে। আজ সকালে স্থানীয় একটি হােটেলে কক্সবাজার শিল্প ও ব্যবসায়ী সমিতির সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দানকালে শিল্পমন্ত্রী বলেন, জাতীয় অর্থনৈতিক উন্নয়নের সহায়ক পরিকল্পনা নেওয়া হলে এবং দেশজ কাচামাল ব্যবহার করা হলে যন্ত্রপাতি আমদানীতে কোন সমস্যা হবে না।
শিল্পমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার দেশজ সম্পদ ও কাঁচামাল ব্যবহারের সুযােগ সৃষ্টিতে আগ্রহী এবং সেহেতু উদ্যোক্তাদের এ ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে এগিয়ে আসা উচিত। জনাব কামরুজ্জামান সুস্পষ্টভাবে বলেন যে লাইসেন্স ও পারমিট বিক্রির দিন শেষ হয়ে গেছে এবং সত্যিকারের ব্যবসায়ীদের সুযােগ দেবার জন্যে ভুয়া ব্যবসায়ীদের উৎখাত করা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন যে কাউকেই লাইসেন্স বা পারমিট বিক্রি বা পুনবিক্রি করতে দেয়া হবে।
তিনি বলেন: আমরা কাউকে কাগুজে ব্যবসা চালাতে দেবাে না। | মন্ত্রী স্থানীয় ব্যবসায়ীদের প্রতি এককভাবে শিল্প প্রতিষ্ঠা করা সম্ভব না হলে এ ব্যাপারে সমবায় গঠনের আহ্বান জানান। তিনি কক্সবাজারে বিসিক এস্টেটের প্রতি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করেন। এখানে শিল্প প্রতিষ্ঠার জন্যে শিল্টপ লট পাওয়া যায়। তিনি কক্সবাজারে তাঁত কাঠ, সিগার, মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্রকল্প প্রতিষ্ঠার প্রতি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করেন। সভায় বাংলাদেশ কুটির শিল্প সংস্থার চেয়ারম্যান জনাব এ কে এম আমিনুল ইসলাম ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান জনাব রফিকউল্লাহ চৌধুরীও উপস্থিত ছিলেন।
সূত্র: দৈনিক বাংলা, ২৯ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত