You dont have javascript enabled! Please enable it! 1975.07.27 | জাতির জনক রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

একটি অনন্য দৃষ্টান্ত

জাতির জনক রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর

বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রীতে ভূষিত করার প্রস্তাব করে। বঙ্গবন্ধু এ সম্মান গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন। কারণ চ্যান্সেলর হিসেবে এ ডিগ্রী গ্রহণ করা অনুচিত হবে বলে তিনি মনে করেন।
বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিশ্ববিদ্যালয়ের সর্বাঙ্গীণ কল্যাণের জন্য সহানুভূতি ও সহযােগিতার আশ্বাস দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর দেয়া হয়েছে।

সূত্র: দৈনিক বাংলা, ২৭ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত