গবর্নর প্রশিক্ষণ সম্মেলনে কামরুজ্জামান
জাতীয় দল শােষণহীন সমাজ গঠনের পথে বাস্তব পদক্ষেপ
শিল্পমন্ত্রী জনাব কামরুজ্জামান মঙ্গলবার বলেন যে জাতীয় দল গণতন্ত্র এবং শােষণহীন সমাজ গঠনের পথে বাস্তব পদক্ষেপ। তিনি গবর্নর প্রশিক্ষণ সম্মেলনে বাকশালের ঐতিহাসিক পটভূমি, কর্মসূচি এবং গঠনতন্ত্র সম্পর্কে আলােচনা করছিলেন।
জনাব কামরুজ্জামান বলেন, স্বাধীনতা লাভের পর রাজনৈতিক লক্ষ্যের পরিবর্তে অর্থনৈতিক লক্ষ্যের গুরুত্ব বিশেষভাবে বেড়ে গেছে। বিভিন্ন অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়ন ও বাকশালের উদ্দেশ্য ও লক্ষ্য জনসাধারণের সামনে তুলে ধরার জন্যে সং নিঃস্বার্থ কর্মীবাহিনী গড়ে তােলার উপর গুরুত্ব আরােপ করেন।
শিল্পমন্ত্রী বলেন, জেলাসমূহের বিভিন্নমুখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নসহ এলাকার সার্বিক অগ্রগতি সাধনের জন্যে জেলা গবর্নরদের পর্যাপ্ত ক্ষমতা রয়েছে। তার নিজ নিজ জেলার উন্নয়নে তা ব্যবহার করবেন বলে তিনি আস্থা প্রকাশ করেন। বাংলাদেশের যে সম্পদ রয়েছে তা সর্বতােকালে ব্যবহার করতে পারলে জনগণের দুঃখ কষ্ট অনেক কমে যাবে বলে শিল্পমন্ত্রী মত প্রকাশ করেন। অবশ্য এজন্য পরিকল্পিত অর্থনীতি সমবায় এবং পরিবার পরিকল্পনা কার্যসূচি বাস্তবায়নের উপর তিনি বিশেষ জোর দেন।
তিনি বলেন, অবাধ অর্থনীতিতে হয়তাে কিছু শিল্প কারখানা গড়ে তােলা হয় কিন্তু তার সুফল ভােগ করে মুষ্টিমেয় পুঁজিপতি জনসাধারণ নয়। জনসাধারণ বরা আরাে বেশি শােষিত এবং বঞ্চিত হয়। সেজন্য পরিকল্পিত এবং সমাজতান্ত্রিক অর্থনীতির জন্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
অতীতের রাজনৈতিক দলগুলাের কর্মপন্থা বিশ্লেষণ করে শিল্পমন্ত্রী বলেন, তখন বিভিন্ন মতাবলম্বী রাজনৈতিক দল জনসাধারণকে বিভক্ত করে ফেলত কিন্তু বর্তমানে বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতীয় দল গঠনের ফলে তা বন্ধ হয়েছে এবং জনগণকে দেশের স্বার্থে সুসংগঠিত করার সুযােগ এসেছে। জনসাধারণকে এ সুযােগ গ্রহণে অনুপ্রেরণা সৃষ্টির জন্যে নবনিযুক্ত গবর্নরদের প্রতি তিনি আহ্বান জানান। আলােচনা শেষে জনাব কামরুজ্জামান নবনিযুক্ত গবর্নরদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সূত্র: দৈনিক বাংলা, ২৩ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত