You dont have javascript enabled! Please enable it! 1975.07.23 | ভােলার সমবায়ী জেলেরা ৫শ নৌকা পেলাে | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

ভােলার সমবায়ী জেলেরা ৫শ নৌকা পেলাে

ভােলার ৫ হাজার সমবায়ী জেলে পরিবারের মুখে হাসি ফুটেছে। কেন্দ্রীয় শ্রমজীবী সমবায় সমিতি ১৯৭০ সালের প্রলয়ে বিধ্বস্ত নিঃস্ব জেলেদের মধ্যে ৭২-৭৩ সালে সরকার প্রদত্ত ৫শটি রিলিফের মাছ ধরা নৌকা এবং সুতা বিতরণ করেছে। ফলে প্রায় ৫ হাজার সমবায়ভুক্ত জেলে পরিবার অনিবার্য ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। তারা এখন বিভিন্ন নদীতে মাছ ধরে স্বাচ্ছন্দে জীবনধারণ করছে।
এছাড়া সরকার এ বছর উক্ত সমবায় সংস্থার মাধ্যমে আরও ৪৫টি নৌকা ও ৫ হাজার পাউন্ড নাইলন সুতা জালের রশি ও অন্যান্য উপকরণ ঋণ হিসাবে প্রদান করেছে। ঋণের টাকা বা নৌকার মূল্যে জেলেরা ৩০টি সহজ কিস্তিতে কেন্দ্রীয় সমিতিকে পরিশােধ করবে।
সম্প্রতি এক অনুষ্ঠানে দৌলত খান ও ভােলা থানার ১০টি প্রাথমিক সমবায় সমিতির ৪৫টি গ্রুপের মধ্যে মহকুমা প্রশাসক জনাব এ মালেক উক্ত নৌকা বিতরণ করেন। স্থানীয় বাকশাল নেতৃবৃন্দ সরকারী কর্মকর্তাগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সূত্র: দৈনিক বাংলা, ২৩ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত