You dont have javascript enabled! Please enable it! 1975.07.21 | প্রাথমিক শিক্ষক সমাজের আদর্শ: মনসুর | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

প্রাথমিক শিক্ষক সমাজের আদর্শ: মনসুর

প্রধানমন্ত্রী জনাব এম মনসুর আলী গতকাল বলেন, প্রাথমিক শিক্ষকরা সমাজের আদর্শ। কারণ। তারা এমন একটা শ্রেণী যারা আমাদের সন্তানদের মধ্য থেকে যােগ্য নাগরিক গড়ার দায়িত্ব বহন করেছেন। প্রধানমন্ত্রী ও বাকশালের সেক্রেটারী জেনারেল জনাব মনসুর আলী আরও বলেন, যেহেতু প্রাথমিক শিক্ষকরা গ্রামে সাধারণ মানুষের সাথে ঘনিষ্ঠভাবে বাস করেন, তাই তারা কৃষি সমবায় আন্দোলন, পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়ন ও সমাজ থেকে নিরক্ষরতা দূরীকরণে বিরাট অবদান রাখতে পারেন।
বাসসর খবরে বলা হয়, প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যদের উদ্দেশ্যে সেক্রেটারী জেনারেল ভাষণ দিচ্ছিলেন। প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা বাকশালের সদস্যপদের জনাব আবেদনপত্র পেশ করতে গতকাল বিকেলে তার সাথে সাক্ষাৎ করেন।

সূত্র: দৈনিক বাংলা, ২১ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত