You dont have javascript enabled! Please enable it! 1975.07.22 | থানা পর্যায়ে বিচার ব্যবস্থা সম্প্রসারিত হবে | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

থানা পর্যায়ে বিচার ব্যবস্থা সম্প্রসারিত হবে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থানা প্রশাসন পুনর্গঠন এবং থানা পর্যায় পর্যন্ত বিচার ব্যবস্থা সম্প্রসারণের কথা ঘােষণা করেছেন। সােমবার বঙ্গবভনে গবর্নর প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে তিনি থানা প্রশাসন পুনর্গঠন করে থানা প্রশাসন কাউন্সিল গঠন করবেন। তিনি বলেন, নতুন জেলা প্রশাসন ব্যবস্থার মত থানা প্রশাসন থানার উন্নয় পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন এবং আইন শৃঙ্খলা রক্ষাসহ সহকারী কার্যক্রম বাস্তবায়ন করবে।
থানা পর্যায় পর্যন্ত বিচার ব্যবস্থা সম্প্রসারণের কথা ঘােষণা করে তিনি বলেন, বিচারের নামে আর অবিচার চলতে দেয়া যায় না। তিনি বলেন, বর্তমান বিচার ব্যবস্থায় দেখা যায়, একজনের ২ বছর হাজতে রাখার পর ১ মাসের জেল হয়।
তিনি বলেন, বিচারের দীর্ঘসূত্রিতার দরুণ বছরের পর বছর লােকজন হয়রানীর শিকার হতে থাকে। এ ব্যবস্থা সহজ করা হবে এবং লােকজন যাতে স্থায়ীভাবে তাড়াতাড়ি বিচার পেতে পারে সে জন্যে থানা পর্যায়ে বিচার ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।

সূত্র: দৈনিক বাংলা, ২২ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত