You dont have javascript enabled! Please enable it! 1975.07.20 | শ্রমিকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না: ইউসুফ | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

শ্রমিকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না: ইউসুফ

জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, শ্রমমন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী কলকারখানার ব্যবস্থাপকদের সতর্ক করে দিয়ে বলেছেন, কেউ শ্রমিক স্বার্থ বিরােধী কিছু করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বাসসর খবরে প্রকাশ, অধ্যাপক ইউসুফ আলী শনিবার জয়দেবপুরে এক সম্বর্ধনা সভায় প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। জাতীয় শ্রমিক লীগের জয়দেবপুর শাখা বাকশাল ও শ্রমিক লীগ নেতৃবৃন্দের সম্মানে এই সম্বর্ধনার আয়ােজন করে। বাকশাল সেক্রেটারী শেখ ফজলুল হক মণি, জনাব আবদুর রাজ্জাক, জনাব মােজাম্মেল হক মণি এমপি অনুষ্ঠানে ভাষণ দেন।
অধ্যাপক ইউসুফ আলী বলেন, শ্রমজীবী মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। শিল্প প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার শ্রমিকদের ভূমিকার উল্লেখ করে তিনি উৎপাদন বৃদ্ধির স্বার্থে ব্যবস্থাপনা কর্মীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, জাতীয় শ্রমিক লীগ শ্রমিক শ্রেণীর স্বার্থ সংরক্ষণ করবে। উৎপাদন বাধা সৃষ্টিকারী সমাজবিরােধীদের চক্রান্ত নস্যাৎ করবে।
আবদুর রাজ্জাক।
বাকশাল সেক্রেটারী জনাব আবদুর রাজ্জাক নয়া ব্যবস্থায় শ্রমিকদের বিরাট দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন এবং দুর্নীতির বিরুদ্ধে সজাগ থাকতে বলেন। তিনি বলেন, দ্বিতীয় বিপ্লব সফল করার জন্যে উৎপাদন বৃদ্ধি ও সুষ্ঠু বন্টন নিশ্চিত করার কাজে শ্রমিকদের আরাে তৎপর হতে হবে।

সূত্র: দৈনিক বাংলা, ২০ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত