উপমহাদেশে সম্পর্ক স্বাভাবিকীকরণ
ইসলামী পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বাংলাদেশের ভূমিকা প্রশংসিত
পররাষ্ট্রমন্ত্রী ডা: কামাল হােসেন বলেছেন, উপমহাদেশে সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং পাকিস্তানের সাথে অমীমাংসিত সমস্যাবলীর সমাধানের প্রশ্নে বাংলাদেশের ভূমিকা ইসলামী পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে। ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বাসস ও এনার খবরে প্রকাশ জেদ্দায় ষষ্ঠ ইসলামী পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে অংশগ্রহণের পর শনিবার সকালে ঢাকায় ফিরে এসে ডাঃ কামাল হােসেন, সাংবাদিকদের জানান, সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলাের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে দ্বিপাক্ষীয় আলােচনার সময় তিনি উপমহাদেশে সম্পর্ক স্বাভাবিকীকরণের ব্যাপারে বাংলাদেশ যে অবদান রেখেছে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। তিনি আরও বলেন, ইসলামী দেশগুলাে মােটামুটিভাবে এই বক্তব্য প্রকাশ করেছে যে ১৯৫জন পাকিস্তানী যুদ্ধাপরাধীকে মুক্তি দিয়ে বাংলাদেশ যে মহানুভবতা দেখিয়েছে তাতে সাড়া দিয়ে পাকিস্তানের উচিত বাংলাদেশকে সাবেক পাকিস্তানের সম্পদের ভাগ দিতে এগিয়ে আসা।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, খাদ্য উৎপাদন এবং জরুরি ও প্রাকৃতিক বিপর্যয়জনিত পরিস্থিতি মােকাবিলার জন্য খাদ্যের ভান্ডার গড়ে তােলা সম্পর্কিত বাংলাদেশের দুটি প্রস্তাব সম্মেলনে গৃহীত হয়েছে। ডা: কামাল সন্তোষ প্রকাশ করে বলেন, সম্মেলনে ইসরাইলের দখল থেকে হৃত ভূখণ্ড মুক্ত করার জন্য আরবদের ন্যায্য সংগ্রামে প্যালেস্টাইনীদের স্বতন্ত্র আবাস ভূমি গঠনের অধিকার এবং জেরুজালেমের ওপর আরব সার্বভৌমত্বে পুনঃপ্রতিষ্ঠার ওপর সর্বাত্মক সমর্থন পুনরুল্লেখ করা হয়েছে। সম্মেলনের স্থায়ী কমিটিতে এ ব্যাপারে সুনির্দিষ্ট অবস্থা গৃহীত হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, সম্মেলনে অর্থনৈতিক ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযােগিতায় কাজ করে যাওয়ার এবং রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সংগঠনের ক্ষমতাকে জোরদার করে সব ব্যাপারে সদস্য দেশগুলাের ঐক্যমত ও অভিন্ন আকাংখাই প্রতিফলিত হয়েছে। সম্মেলনে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযােগতাির সুনির্দিষ্ট কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। সম্মেলনের সেক্রেটারীয়েট পারস্পরিক বাণিজ্য, বৈজ্ঞানিক ও কারিগরি সহযােগিতার সম্ভাবনা পর্যালােচনা ও সুপারিশ প্রণয়ন করবে এবং ইসলামী দেশগুলাের জন্য একটি স্বতন্ত্র অর্থ এলাকা গড়ে তােলার সম্ভাবনা পরীক্ষা করে দেখবে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন: বাংলাদেশ দুটি পুরাতন উপ কমিটিতে সক্রিয় অংশ নিয়েছে। একটি উপকমিটি হচ্ছে জোটনিরপেক্ষ গােষ্ঠীর সাথে ঘনিষ্ঠ আলাপ আলােচনার জন্য গঠিত। অপর উপকমিটি আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ বিশেষ কমিটির কাছে যেসব প্রস্তাব পেশ করা হবে। সেগুলি প্রণয়নের জন্য গঠিত।
তিনি বলেন, সম্মেলনে ইসলামী বার্তা সংস্থা, ইসলামী ব্যাংক এবং সদস্য দেশগুলাের বেতার সম্প্রচার ব্যবস্থার মধ্যে ঘনিষ্ঠতর সহযােগিতা গড়ে তােলার ব্যাপারেও বিস্তারিত আলােচনা হয়েছে। ডা: কামাল জানান, সম্মেলনে যে দুটি দেশ জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) সদস্যপদের জন্য অনুমােদন লাভ করেছে বাংলাদেশ তার অন্যতম। অপর দেশটি হচ্ছে আফগানিস্তান।
সূত্র: দৈনিক বাংলা, ২০ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত