শীঘ্রই হাট-বাজার উন্নয়ন বাের্ড গঠিত হবে
দেশের হাট ও বাজারসমূহের উন্নয়নকল্পে শীগগীর একটি বাের্ড গঠিত হচ্ছে। রাষ্ট্রপতি এ বাের্ড গঠনের প্রস্তাব অনুমােদন করেছেন। শুক্রবার নির্ভরযােগ্য এক সূত্রের বরাত দিয়ে এনার খবরে বলা হয়, প্রস্তাবিত বাের্ড দেশের হাট ও বাজারের সুষ্ঠু ব্যবস্থাপনার প্রতি লক্ষ্য রাখবে। এ হাটবাজার থেকে সরকারের অধিকতর রাজস্ব আয় নিশ্চিত করবে এ বাের্ড।
সূত্র জানান, সরকার চলতি অর্থবছর দেশের হাটবাজারগুলাের উন্নয়নের জন্যে ২৭ লাখ টাকা বরাদ্দ করেছেন। অধিকন্তু ১৯৭২-৭৩ সালে ২ কোটি টাকার একটি উন্নয়ন স্কীমও হাতে নেয়া হয়েছে এবং এর কাজ এখনাে চলছে। সূত্র আরাে জানান, দেশের ৯শ হাটবাজারের উন্নয়নের একটি পরিকল্পনা সরকারের রয়েছে। এর জন্যে ব্যয় হবে ২০ কোটি টাকা। চলতি পাঁচশালা পরিকল্পনা শেষ হবার আগেই উন্নয়ন কাজ সমাপ্ত হবার কথা। বিষয়টি এখন পরিকল্পনা দেশের হাট ও বাজারসমূহের উন্নয়নের কমিশনের অনুমােদনের অপেক্ষায় রয়েছে বলে সূত্র উল্লেখ করেন। সূত্র বলেন, উন্নয়নের ক্ষেত্রে পল্লী অঞ্চলের গুরুত্বপূর্ণ হাট বাজারগুলােকে অগ্রাধিকার দেয়া হবে। এ পরিকল্পনাধীন বাজারসমূহের পুনর্গঠন ও দোকানপাটের জন্যে স্থান বন্টন, রাস্তাঘাট নির্মাণ, পানি নিষ্কাশন ও অন্যান্য সুযােগ সুবিধায় ব্যবস্থা করা হবে। এছাড়া সম্ভাব্য স্থানে বিদ্যুৎ সরবরাহের বিষয়টিও উল্লেখিত পরিকল্পনার অন্তর্ভুক্ত রয়েছে। এ উন্নয়ন কাজ সমাপ্ত হলে সরকারের রাজস্ব আয়ের পরিমাণ উল্লেখযােগ্য পরিমাণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: দৈনিক বাংলা, ১৯ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত