দ্বিতীয় বিপ্লবের লক্ষ্য অর্জনে সংসদ সদস্যদের বাস্তব ভূমিকা রয়েছে: স্পীকার
স্পীকার জনাব আবদুল মালেক উকিল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সূচিত দ্বিতীয় বিপ্লবের লক্ষ্য অর্জনে সংসদ সদস্যদের বাস্তব ভূমিকা পালন করা হয়েছে। বৃহস্পতিবার সংসদে অধিবেশন মূলতবী রাখার আদেশ পাঠ করার আগে এক ভাষণে তিনি বলেন, সংবিধানের চতুর্থ সংশােধনীর পরও জাতীয় লক্ষ্যসমূহের বাস্তবায়নে সংসদের পবিত্র দায়িত্ব অক্ষুন্ন রয়েছে।
তিনি তার বক্তব্যের ব্যাখ্যা করে বলেন দ্বিতীয় বিপ্লব এবং এরপর জাতীয় দল বাংলাদেশ। কৃষক-শ্রমিক আওয়ামী লীগ গঠিত হবার পর জাতীয় লক্ষ্য পূরণে সংসদের পবিত্র ভূমিকা অক্ষুন্ন রয়েছে। তিনি বলেন জাতীয় দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে বঙ্গবন্ধু নিজেই তার ভাষণে ব্যাখ্যা করেছেন যে জাতীয় সংসদকে আইন প্রণয়নের দায়িত্ব পালন করতে হবে এবং জনগণের প্রতিনিধি হিসেবে এর সদস্যরাও জাতীয় উন্নয়ন স্কীম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলােচনার সক্রিয় অংশ নেবেন।
স্পীকার আরও বলেন বাকশাল কার্যনির্বাহী কমিটিকে তার অন্ততৃপ্তি জাতীয় ঘটনা প্রবাহে সংসদের গুরুত্বই সুস্পষ্টভাবে দেখিয়ে দে। জনাব আব্দুল মালেক উকিল সরাসরি গভর্নর হিসেবে ৩৩ জন সদস্যের নিযুক্তির কথা উল্লেখ করে বলেন বঙ্গবন্ধু সংসদের ওপর এই গুরুত্বই আরােপ করেন।
তিনি বলেন, সংবিধানের চতুর্থ সংশােধনীর পর প্রগতির পথে আমাদের অগ্রযাত্রা সম্পর্কে বৰ্হিবিশ্বের গভীর আগ্রহর সঞ্চার হয়েছে। তিনি আরও বলেন পুরাতন ঔপনিবেশিক প্রশাসন। ব্যবস্থার অবসান ঘটাতে বঙ্গবন্ধুর দূর প্রসারী সংকল্প এবং এক নয়া ও বৈপ্লবিক কাঠামাের প্রবর্তন আবার প্রমাণ দিয়েছে যে, বঙ্গবন্ধুর নেতৃত্বের বাঙ্গালী জাতি তারা অগ্রযাত্রাপথে এগিয়ে চলেছে।
স্পীকার বাজেট অধিবেশনে আলােচনায় সক্রিয় অংশ নেবার জন্য সংসদ সদস্যদের ধন্যবাদ জানান। দুধরনের উত্থাপিত অধিকার প্রস্তাব সম্পর্কে স্পীকার পুনরায় উল্লেখ করেন, জাতির জনক দ্বিতীয় বিপ্লবের সূচনা করার সময় যেমনটি চেয়েছিলেন, তেমনিভাবে জনপ্রতিনিধিদের প্রতি কতিপয় কর্মকর্তার ঔপনিবেশিক মনােভাবের বৈপ্লবিক রূপান্তর ঘটাতে হবে। তিনি আশা প্রকাশ করেন, একজন সংসদ সদস্যর অধিকার সাধনের এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি ঘটবে না।
স্পীকার সংসদের অধিবেশন পরিচালনার ব্যাপারে তাকে অত্যন্ত যােগ্যতার সাথে সাহায্য করার জন্য সংসদের নেতা প্রধানমন্ত্রী জনাব মনসুর আলীকে ধন্যবাদ জানান। তিনি মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ প্রতিমন্ত্রী ডেপুটি স্পিকার চীফ হুইফ চেয়ারম্যান প্যানেলেও সদস্য সংসদ সদস্য ও জনসাধারণ ও ধন্যবাদ জানান।
সূত্র: দৈনিক বাংলা, ১৮ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত