You dont have javascript enabled! Please enable it! 1975.07.18 | চলতি পরিকল্পনাকালে স্থাপিত হবে ৩২ কোটি টাকা ব্যয়ে দুটে জুতাের কারখানা | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

চলতি পরিকল্পনাকালে স্থাপিত হবে
৩২ কোটি টাকা ব্যয়ে দুটে জুতাের কারখানা

প্রয়ােজনীয় বৈদেশিক মুদ্রাসহ প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে চলতি পাঁচশালা পরিকল্পনাকালে দেশে দুটি চামড়াও জুতা তৈরির কারখানা স্থাপিত হবে। বুধবার ট্যানারীজ কর্পোরেশনের অস্থায়ী চেয়ারম্যান জনাব আবদুল মান্নান বাসসকে জানান, দুটো কারখানার মধ্যে একটি টঙ্গী এবং অপরটি বগুড়ায় স্থাপিত হবে।
এজন্য প্রয়ােজনীয় বৈদেশিক মুদ্রা এবং সরকার দেবেন বলে আশা করা হচ্ছে। ইটালীর চারটি বেসরকারী প্রতিষ্ঠান বাংলাদেশে যৌথ উদ্যোগে জুতা তৈরির কারখানা স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। হল্যান্ডের কয়েকটি প্রতিষ্ঠানও এ ব্যাপারে আগ্রহ দেখিয়েছে বলে তিনি জানান পাঁচ সদস্য বিশিষ্ট বাংলাদেশের একটি সরকারী প্রতিনিধিদল চামড়ার বাজার অনুসন্ধানে ইটালী ও অন্যান্য কয়েকটি দেশ সফরে গেলে তাদের সাথে আলােচনাকালে এসব প্রতিষ্ঠান এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। ইটালী বাংলাদেশ থেকে সব চাইতে বেশি চামড়া আমদানী করে থাকে।
জনাব আবদুল মান্নান আরাে বলেন, এ ব্যাপারে পূর্ব জার্মানী, যুগােশ্লাভিয়া, রুমানিয়া, বুলগেরিয়া, পশ্চিম জার্মানি, হল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং জাপানের সাথেও পত্রালাপ চলছে।

সূত্র: দৈনিক বাংলা, ১৮ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত