দ্বিতীয় বিপ্লব সফর করতে প্রকৌশলীদের অবদান রাখতে হবে: সেরনিয়াবাত
বন্যা নিয়ন্ত্রণ, পানি সম্পদ ও বিদ্যুৎ দফতরের মন্ত্রী জনাব আবদুর রব সেরনিয়াবাত বলেন, দেশের উন্নয়ন প্রকল্পসমুহ বাস্তবায়নের ব্যাপারে যে কোন চ্যালেঞ্জের মােকাবিলা করার দক্ষতা আমাদের প্রকৌশলী ও কারিগরদের রয়েছে।
বাসসর খবরে প্রকাশ, মন্ত্রী পানি ও বিদ্যুৎ উন্নয়ন বাের্ডের প্রকৌশলী এবং অফিসারদের যৌথ সম্মেলনে বৃহস্পতির রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাগত জানিয়ে এ কথা বলেন। এই সম্মেলন বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয়।
জনাব আবদুর রব সেরনিয়াবাত বলেন, দ্বিতীয় বিপ্লবের কর্মসূচী বাস্তবায়নের ক্ষেত্রে দেশের প্রকৌশলী ও কারিগরদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা যুদ্ধের পর জীবনযাত্রা স্বাভাবিক করে আনতে প্রকৌশলীরা যথাসাধ্য করেছেন। জাতির উন্নতির উদ্দেশ্যে সাধারণ মানুষের সাথে একযােগে সামনের দিকে এগিয়ে যেতে প্রকৌশলীরা জাতির জনকর আশীর্বাদ ও স্নেহ চান।
রাষ্ট্রপতি এই অধিবেশনের উদ্বোধন করে বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী ও অন্যান্য সহকর্মীদের সংগে এই উপলক্ষে আয়ােজিত প্রদর্শনী ঘুরে দেখেন। বিভিন্ন ধরনের ফটোগ্রাফ, প্রচারপত্র ও মডেল প্রদর্শনীতে রাখা হয়।
সূত্র: দৈনিক বাংলা, ১১ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত