নিউজপ্রিন্ট রফতানী বাড়াতে উৎপাদন ব্যয় কমাতে হবে
খুলনা নিউজপ্রিন্ট কারখানা উৎপাদন ক্ষমতায় শতকরা ৮০ ভাগে পৌঁছেছে। গােয়ালপাড়া থেকে বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত হওয়া ফেলে এই ক্ষমতা আগামী কয়েক মাসের মধ্যে নব্বই ভাগ ছাড়িয়ে যাবে বলে কর্তৃপক্ষ আগ্রহ প্রকাশ করছেন।
দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বর্তমানে উদ্ভূত নিউজপ্রিন্ট বিদেশে রফতানী করে বিপুল পরিমাণ নগদ বৈদেশিক মুদ্রা উপার্জনের বিরাট সুযােগ এসেছে।
এজন্য গেছে যে ভারত, বার্মা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়াসহ দক্ষিণ পূর্ব এশিয়ায় নিউজ প্রিন্টের যথেষ্ট চাহিদা রয়েছে।
এদিকে কারখানায় প্রায় ১৯ হাজার টন নিউজপ্রিন্ট মজুত রয়েছে। দেশে নিউজপ্রিন্টের চাহিদা কমে যাওয়ার বিদেশে পর্যাপ্ত নিউজপ্রিন্ট রফতানীর বিরাট সুযােগ সৃষ্টি হয়েছে।
পত্র-পত্রিকা, সাময়িকী পুস্তক, টেকস্ট বুক বোের্ড প্রভৃতি বাবদ বছরে নিউজপ্রিন্টের চাহিদা ছিল প্রায় ৮ হাজার টন। অন্যান্য কারণে প্রয়ােজন ছিল ও হাজার টনের মত। এর মধ্যে উল্লেখযােগ্য পরিমাণ নিউজপ্রিন্ট অপব্যবহার হতাে।
দেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জনকারী নিউজপ্রিন্টের অপব্যবহার বন্ধের ফলে অভান্তরীণ চাহিদার পরিমাণ অনেক কমে গেছে। এতে পর্যাপ্ত নিউজপ্রিন্ট উদ্ধৃত্ত হচ্ছে এবং রফতানীর পরিমাণও বাড়ানাে সম্ভব হবে।
ওয়াকিফহাল মহলের অভিমত: এ সুযােগের পুরাে সদ্ব্যবহার করা উচিত।
জানা গেছে যে চলতি অর্থ বছরে নিউজপ্রিন্টের উৎপাদন আরও বাড়বে। চলতি বছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০০ হাজার টন। গত বছর ছিল ৩৫ হাজার টন। এর মধ্যে প্রায় ৩৩ হাজার টন উৎপাদিত হয়েছে। গত ৫ মাসের গড় মাসিক উৎপাদনের পরিমাণ প্রায় ৩৩শ টন। বঙ্গবন্ধুর আহ্বানে বর্তমানে কলকারখানায় শ্রমিকসহ সকল শ্রেণীর কর্মচারী উৎপাদন বৃদ্ধির কাজে আত্মনিয়ােগ করার এবং শিল্প কারখানায় শান্তি শৃংখলা ফিরে আসায় চলতি বছরের উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করছেন।
জানা গেছে যে আন্তর্জাতিক বাজারে নিউজপ্রিন্টের দাম কমতির দিকে থাকায় আমাদের রফতানীর পরিমাণ সাময়িকভাবে কিছুটা কমে গেছে। এ জন্যই মিলে মজুতের পরিমাণ বাড়ছে। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের বিশেষ করে ফার্নেসঅয়েল, কসটিক সােডা প্রভৃতি দব্যের মূল্য বৃদ্ধি এবং অভ্যন্তরীণ ক্ষেত্রে শ্রমিক কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযােগ-সুবিধা বৃদ্ধি এবং তদুপরি পরিবহন ব্যয় বৃদ্ধি প্রভৃতি কারণে উৎপাদন ব্যয় বেশী পড়ছে। প্রতি টনের উৎপাদন ব্যয় পড়ছে প্রায় ৪ হাজার টাকা।
. ওয়াকিফহাল মহলের অভিমত, উৎপাদন বৃদ্ধি, অভ্যন্তরীণ ক্ষেত্রে প্রাপ্ত সম্পদ ও সুযােগসুবিধার পুরাে সদ্ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যয় কমানাে যেতে পারে। গােয়ালপাড়া থেকে বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করা গেলে উৎপাদন ব্যয় উল্লেখযােগ্য পরিমাণ হ্রাস পাবে। এভাবে উৎপাদন ব্যয় হ্রাসের মাধ্যমে নিউজপ্রিন্ট বাংলাদেশের রফতানী বাণিজ্যে এক গুরুত্বপূর্ণ পণ্যের স্থানদখল করতে সক্ষম। নিউজপ্রিন্টের আন্তর্জাতিক বাজার সৃষ্টির জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানাের সুযােগ বিদ্যমান। জানা গেছে যে সুইজারল্যান্ডসহ বিভিন্ন ইউরােপীয় দেশেও বাংলাদেশের নিউজপ্রিন্টের বেশ কদর রয়েছে। প্রয়ােজন ব্যবসায়িক ভিত্তিতে বাজার সুসংগঠিত করা।
সূত্র: দৈনিক বাংলা, ১১ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত