যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের প্রতি প্রধানমন্ত্রী
দেশ গঠনে যুবশক্তিকে উদ্বুদ্ধ করুন
প্রধানমন্ত্রী জনাব এম মনসুর আলী জাতীয় যুবলীগ ও জাতীয় ছাত্রলীগ নেতৃবৃন্দের প্রতি দেশ গড়ার কাজে দেশের যুবশক্তিকে উদ্বদ্ধে ও সচেতন করে তােলার ঐকান্তিক প্রচেষ্টা নেয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তার জাতীয় সংসদ অফিসে যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে কথা বলছিলেন। যুবলীগও ছাত্রলীগ নেতৃবৃন্দ গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী এবং জাতীয় দলের সেক্রেটারী জেনারেল জনাব এম মনসুর আলীর কাছে তাদের দুই ফ্রন্টের খসড়া গঠনতন্ত্র পেশ করেছেন। বাসস এ খবর দিয়েছে।
রাষ্ট্রপতির বিশেষ সহকারী এবং জাতীয় যুবলীগের সাধারণ সম্পাদক জনাব তােফায়েল আহমদ এবং জাতীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম যথাক্রমে যুবলীগ ও ছাত্রলীগের খসড়া সংবিধান প্রধানমন্ত্রীর হাতে অর্পণ করেন। বাকশাল সম্পাদক জনাব জিল্লুর রহমান এ সময়ে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ও বাকশালের সেক্রেটারী জেনারেল জনাব মনসুর আলী বলেন, বৈপ্লবিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের কল্যাণ সাধনে যুবক ও ছাত্র সমাজ একটা প্রধান শক্তি। তিনি বলেন, শতাব্দীর পুঞ্জিভূত দুঃখকষ্ট, নিপীড়ন, শােষণ ও সমস্যাবলী দূর করে জাতীয় উন্নয়ন দ্রুততর করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দ্বিতীয় বিপ্লবের সূচনা করেছেন তা একটি সাহসী ও বৈপ্লবিক পদক্ষেপ।
প্রধানমন্ত্রী বলেন, দ্বিতীয় বিপ্লব আগামী দিনের সুখ ও সম্প্রীতিপূর্ণ সমাজ ব্যবস্থার ইঙ্গিত বহু। জাতীয় নির্মাণ তৎপরতায় যুব সমাজের অধিকতর অংশ গ্রহণের ডাক দিয়েছে দ্বিতীয় বিপ্লব। তিনি বলেন, যুবশক্তি মুক্তিযুদ্ধের কালে অপূর্ব মনােবল দেখিয়েছে। তেমনি মনোেবল কর্মোদ্যোগ, স্পৃহা নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে যুবসমাজকে দ্বিতীয় বিপ্লবের মৌল উদ্দেশ্য অর্থনৈতিক মুক্তি অর্জনের জাতীয় সংক্রমে নিয়ােজিত হতে হবে
জনাব মনসুর আলী বলেন, যুব সমাজকে সংগঠিত করে বিপ্লবের উদ্দেশ্য ও শিক্ষায় শিক্ষিত করে তুলুন। যাতে তারা আগামীদিনে জাতির নেতৃত্ব দানের যােগ্যতা অর্জন করতে পারে সেজন্য তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে। তিনি বলেন, যুবশক্তি সর্বদাই নির্যাতিত মানুষের পক্ষে কথা বলেছে।
সূত্র: দৈনিক বাংলা, ৯ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত