You dont have javascript enabled! Please enable it! 1975.07.09 | রিলিফদ্রব্য নিয়ে এই ছিনিমিনি কেন? | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

রিলিফদ্রব্য নিয়ে এই ছিনিমিনি কেন?

দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার উদ্দেশ্যে কমের বিনিময়ে খাদ বরাদ্দকৃত গম, নগদ অর্থ ও অন্যান্য সরকারী সাহায্য সামগ্রী এবং রেশনের গম নিয়ে কোন কোন এলাকায় দুর্নীতির অভিযােগ পাওয়া যাচ্ছে। এসব দুর্নীতিবাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হচ্ছে।
মানিকগঞ্জ থেকে পাওয়া এক সংবাদে জানা গেছে, সাটুরিয়া থানার দরগ্রাম ইউনিয়নের জন্য কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর অধীন বরাদকৃত ৩৪মণ গম জনৈক সদস্য আত্মসাৎ করার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা উক্ত ইউনিয়ন পরিষদ সদস্যের বাড়িতে অর্তকিতে হানা দিয়ে গমগুলাে উদ্ধার করে। পরে তাকে পুলিশে সােপর্দ করা হয়।
একই দিন দৌলতপুর থানার কাছামােরা ইউনিয়ন পরিষদের ভাই- চেয়ারম্যান ২৬ মণ গম। কালােবাজারীতে বিক্রি করতে গেলে স্থানীয় যুবকরা হাতেনাতে ধরে ফেলে। গ্রাম্য বিচারে তাকে জরিমানা করা হয়। এই গম ও খাদ্যের বিনিময়ে কর্মসূচীর অধীন বরাদকৃত বলে জানা গেছে।
অনুরূপ আর একটি ঘটনার খবর পাওয়া গেছে ঘিউর থানার বানিয়াজড়ি ইউনিয়নে। সেখানে জনৈক ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে খাদ্যের বিনিময়ে কাজ কর্মসূচীর ১২ মন গম ভুয়া মাস্টার রােল দেখিয়ে আত্মসাৎ করার অভিযােগে একটি মামলা দায়ের করা হয়।
এদিকে ধামরাই থানার ডিগ্রী পরিক্ষার্থী ১০ মণ গম কালােবাজারে বিক্রি করতে নেমে ছাত্রলীগ কর্মীদের হাতে ধরা পড়ে। তাদের থানায় প্রেরণ করা হয়।
সিংগাইর থানার বায়ড়া ইউনিয়ন পরিষদের জনৈক সদস্য ভুয়া স্লিপ দিয়ে জনসাধারণের জন্য বরাদ্দকৃত গম আত্মসাৎ করার চেষ্টা করলে ধরা পড়ে যায়। পরে গ্রাম্য বিচারে তাকে জরিমানা ও শাস্তি প্রদান করা হয়।
জামালপুর থেকে পাওয়া সংবাদে জানা গেছে, জেলার জন্য কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর অধীন বরাদ্দকৃত গম অধিক ফসল ফলানাের জন্যে দেয়া সার, রিলিফের গুড়া দুধ সেচ প্রকল্পের জন্য খাল কাটার নগদ অর্থ, রিলিফের পুরনাে কাপড়, রেশনের মালামাল এবং সয়াবিন তেল নিয়ে বিভিন্ন এলাকায় দুর্নীতির অভিযােগ পাওয়া গেছে। এসব অভিযােগে ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
এই ধরনের অভিযােগ উঠেছে ইসলামপুরে থানার নােয়াপাড়া ইউনিয়নে। সেখানে ইসলামপুর হাড়গিলা বাজার, কাজলা-কাছমা রাস্তা সংস্কার, ডঙগা নদীতে বাঁধ নির্মাণ ও অন্যান্য ওয়াকর্স প্রােগ্রামের জন্য যে পনের হাজার ৭শ ৫০ টাকা দেয়া হয়, তা থেকে একটা উল্লেখযােগ্য অংকের অর্থ নাকি খরচ না করে খরচ দেখান হয়েছে। | টাংবাড়ি কিল-ঝাড়কাটি নদী পর্যন্ত পূর্ত কর্মসূচীর জন্য বরাদ্দকৃত ৫০ মন গমের মধ্যে নাকি। অর্ধেকও ব্যয় করা হয়নি।
একই ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ১০ বস্তা গুড়া দুধ ৮৫ খানা পুরননা কাপড়ের নাকি কোন হদিস পাওয়া যায়নি।
উক্ত ইউনিয়নের জন্য বিভিন্ন সময়ে রেশনে দেয়া ৪শ ৬৮ মণ গম, ২ মন ৩ সের চিনি এবং ৫০ মন ২০ সের সার সংশ্লিষ্ট ডিলাররা কালােবাজারে বিক্রি করেছে বলে অভিযােগ উঠেছে।
জামালপুর থানার নরুন্দি ইউনিয়নের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও একজন সদস্যকে সম্প্রতি রিলিফের অর্থ আত্মসাতের অভিযােগে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া অন্যান্য স্থান থেকেও এ ধরনের অভিযােগ পাওয়া যাচ্ছে।

সূত্র: দৈনিক বাংলা, ৯ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত