You dont have javascript enabled! Please enable it! 1971.03.23 | ইয়াহিয়া মুজিবের উপদেষ্টাদের বৈঠক - সংগ্রামের নোটবুক

২৩ মার্চ ১৯৭১ঃ ইয়াহিয়া মুজিবের উপদেষ্টাদের বৈঠক

আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ ও ড.কামাল হোসেন প্রেসিডেন্টে উপদেষ্টা বিচারপতি এ.আর. কর্নেলিয়াস, লে.জেনারেল পীরজাদা, এম.এ.আহমেদ, কর্নেল হাসানের সঙ্গে দুপুর এবং বিকেলে দুই দফায় বৈঠকে মিলিত হন। প্রথম বৈঠকটি শুরু হয় দুপুর ১২ টায় শেষ হয় ১ টায়। ২য় বৈঠক হয় সন্ধ্যা ৬ টায় শেষ হয় রাত ৮ টায়। সভা শেষে তাজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন যে সকল বিষয়ে মুজিব ইয়াহিয়া মতৈক্য হয়েছে তারা সেগুলি নিয়েই আলোচনা করেছেন।  সভা শেষে তাজউদ্দীন সাংবাদিকদের বলেন আওয়ামী লীগ আর আলোচনায় অংশ নিবে না। তাদের বক্তব্য শেষ এখন সরকারের ঘোষণা দেয়া বাকী।
নোটঃ এটাই ছিল শেষ সভা। ফলাফল ঘোষণার নামে তারা পরবর্তী ৪৮ ঘণ্টা সময় নেয়। ফলাফল কি ছিল তা বলার আর অপেক্ষা রাখে না।