মওজুত গড়ার জন্য পর্যাপ্ত খাদ্য পাওয়া যাবে: মােমিন
বিশ্ব খাদ্য পরিষদ চলতি অর্থ বছরের জন্য এক কোটি টনের যে খাদ্য তহবিল গঠন করছে, বাংলাদেশ তা থেকে পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য সাহায্য হিসেবে পাবে বলে আশা করা যায়। খাদ্য, ত্রাণ ও পূণর্বাসনমন্ত্রী জনাব আবদুল মােমিন গতকাল সােমবার জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার বৈঠকে যােগদান শেষে দেশে ফিরে তেজগাঁও বিমানবন্দরে সাংবাদিকদের কাছে একথা বলেছেন। এনা, ও বাসস ও খবর দিয়েছে। খাদ্যমন্ত্রী বলেন, বিশ্ব খাদ্য পরিষদ বাংলাদেশের অধিক খাদ্য ফলাও অভিযানকে সফল করার জন্য সার, কীটনাশক ওষুধ এবং অন্যান্য কৃষি উপকরণের যােগান দেবে বলেও আশা করা যায়।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নতুন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ক্ষেতখামারে এবং কারখানায় উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করার যেসব পদক্ষেপ নিয়েছেন, সম্মেলনে যােগদানকারী বিভিন্ন দেশের প্রতিনিধিগণ তার প্রশংসা করেছেন। এর ফলে বাংলাদেশ প্রণীত ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে বলে তারা অভিমত প্রকাশ করেছেন। বিশ্ব খাদ্য পরিষদের আকাঙ্ক্ষিত খাদ্য সাহায্য খাদ্যের মওজুদ ভাণ্ডার গঠন এবং ব্যাপক কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীতে কাজে লাগানাে হবে বলে মন্ত্রী উল্লেখ করেন। খাদ্রমন্ত্রী মােমিন গত মাসে রােমে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য সম্মেলনের ফলাফলকে বাংলাদেশের জন্য ফলপ্রসূ এবং উৎসাহব্যঞ্জক বলে বর্ণনা করেন। খাদ্যমন্ত্রী রােমে কানাডার কৃষিমন্ত্রী ও প্যারিসে ফরাসী কৃষিমন্ত্রীর সাথে কথাবার্তা বলেছেন। তিনি ব্রুসেলসে সাধারণ বাজারের দেশগুলাের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সহযােগিতা প্রসারের বিষয়টি নিয়ে আলােচনা করেন। তিনি সম্মেলনে যােগদানকারী মার্কিন প্রতিনিধির সাথেও কথা বলেছেন।
খাদ্যমন্ত্রী বলেন, আমাদের কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীও সম্মেলনে উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছে। এটা বাংলাদেশের জন্য আরাে বেশী খাদ্য সাহায্য পাওয়ার অনুকূল অবস্থা সৃষ্টি করেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, খাদ্যমন্ত্রী জনাব মােমিন বিশ্ব খাদ্য পরিষদের ভাইসপ্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
সূত্র: দৈনিক বাংলা, ৮ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত