সরকার জাতীয় দলের অংশ হিসেবে দলের
সিদ্ধান্ত কার্যকর করবে: সংসদে মনসুর
প্রধানমন্ত্রী জনাব মনসুর আলী সােমবার রাতে সংসদে বলেছেন জাতীয় দল হচ্ছে সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা এবং সরকার হচ্ছে জাতীয় দলের সিদ্ধান্তগুলাে কার্যকরী করায় জন্য তারই একটা অঙ্গ।
বাসসার খবরে প্রকাশ, বঙ্গবন্ধুর সুচিত নয়া রাজনৈতিক ব্যবস্থার ব্যাখ্যা করে সংসদের নেতা জনাব মনসুর আলী বলেন, জাতীয়দল (বাকশাল) সাধারণ অর্থে একটা রাজনৈতিক সংগঠন নয় বরং তা হচ্ছে একটা জাতীয় ফোরাম। সর্বস্তরের জনগণকেই এই ফোরামে নেয়া হয়েছে যাতে করে তারা দ্বিতীয় বিপ্লবের লক্ষ্যসমুহ পূরণে জাতীয় উন্নয়ন তৎপরতায় শামিল হতে সক্ষম হন।
দলের পূর্ণ শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে জনাব মনসুর আলী সংসদে বলেন, জাতীয় উৎপাদনে নিজেদের অর্থদানের নিরিখেই দলের সদস্যাদের গুণাগুণ বিচার করা হবে।
তিনি বলেন, জাতীয়দল গঠিত হবার ফলে সংসদের সদস্যদের দায়িত্ব বহুগুণ বেড়ে গেছে।
বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের আহ্বানকে এক বলিষ্ঠ পদক্ষেপ বলে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, এর লক্ষ্য হচ্ছে বৈপ্লবিক পরীক্ষার মাধ্যমে সম্ভাব্য স্বল্প সময়ে দেশে শতাব্দীকাল ধরে পুঞ্জীভূত দুঃখ-দুর্দশা ও সমস্যাবলীর সমাধান।
তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধু প্রথম বিপ্লবের ডাক দিয়েছিলেন ২ শত বছরের উপনিবেশিক শাসনের শৃংখলা ভেঙে দিতে। তিনি বলেন, দলীয় কর্মীদের অর্থনৈতিক মুক্ত অর্জনের জনগণকে সঠিক নির্দেশ দিতে হবে।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, বঙ্গবন্ধু সেই পুরাতনও ঘুণেধারা অচল ব্যবস্থায় আমূল পরিবর্তন করে নতুন সমাজ গড়ে তুলতে চান।
তিনি বলেন, সেই উদ্দেশ্য সামনে রেখেই সমগ্র জনসমষ্টিকে রাষ্ট্রীয় কাজে শামিল করতে সংসদে জেলা প্রশাসন পুনর্বিন্যাস বিল উত্থাপন করা হয়েছে।
পররাষ্ট্র নীতিপ্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জোটনিরপেক্ষ ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতির জন্য বাংলাদেশ বিশ্বের সকল দেশের প্রশংসা লাভ করেছে। তিনি বলেন, সকলের প্রতি বন্ধুত্ব এবং কারাে প্রতি বিদ্বেষ নয় এটা হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি। এবং এজন্যই বিশ্বের অধিকাংশ দেশের সাথে আমরা বন্ধুত্ব স্থাপন করতে পেরেছি।
তিনি আশা প্রকাশ করেন, অচিরেই গুটি কয়েক দেশের সাথেও শীগগিরই আমাদের সম্পর্ক প্রতিষ্ঠিত হবে।
বাজেট প্রসঙ্গে জনাব মনসুর আলী বলেন, এটা কোন ধনী দেশের বাজেট নয়। এটা এমন এক জাতির বাজেট যে দেশ দুশাে বছরের শােষণের পর এর সশস্ত্র বিপ্লব ও চরম আত্মজনগণ মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। এবং সমস্ত প্রতিবন্ধকতাকে পদদশিত করে দ্রুত উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে।
সূত্র: দৈনিক বাংলা, ৮ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত