৮০ কোটি টাকা ব্যয়ে বৃহত্তর ঢাকা বিদ্যুৎ বিতরণ প্রকল্প
এ মাসের যুক্তরাজ্যের সাথে চুক্তি হতে পারে
বৃহত্তর ঢাকা নগরীর বিদ্যুত্তায়ন এবং বিদ্যুৎ সরবরাহ সুষ্ঠু ও সুনিশ্চিত করার জন্যে একটি প্রকল্পের ব্যাপারে বাংলাদেশ যুক্তরাজ্যের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করবে বলে আশা করা যাচ্ছে। এ খবর নির্ভরযােগ্য মহলের। জানা গেছে, এ মাসেই এই চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
প্রকল্পটির নাম—বৃহত্তর ঢাকা বিদ্যুৎ বিতরণ প্রকল্প’। এটি বাস্তবায়নে প্রয়ােজন হবে ৮০ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক মুদ্রার পরিমাণ হলাে ৪৭ কোটি টাকা। বৈদেশিক মুদ্রার প্রায় সবটাই খরচ হবে বিদেশ থেকে প্রয়ােজনীয় যন্ত্রপাতি ও সাজ-সরঞ্জাম কেনার জন্যে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা নগরী এবং পার্শ্ববর্তী ঘােড়াশাল, কাঞ্চন, কালিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মীরকাদিম, মদনগঞ্জ, টঙ্গী, জয়দেবপুর ও মানিকগঞ্জের বিদ্যুতের চাহিদা পুরােপুরি মেটানাে সম্ভব হবে। শিল্প ও কলকারখানা এবং আবাসিক এই উভয় ক্ষেত্রেই বিদ্যুৎ সরবরাহ নিয়ে আর কোন সমস্যা থাকবে না। বিতরণ ব্যবস্থায় বর্তমানে যেসব অসুবিধা ও জটিলতা রয়েছে তা দূর হবে। মােট কথা বিদ্যুতের চাহিদা পূরণের ক্ষেত্রে এটি রচনা করবে বাংলাদেশে একটি উল্লেখযােগ্য অধ্যায়।
নির্ভরযােগ্য মহলের খবর, চুক্তি স্বাক্ষরের জন্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রকল্পটি চূড়ান্তভাবে প্রণয়ন করেছেন। উল্লেখ্য, বৃটেনের দুটি প্রতিষ্ঠানের কয়েকজন বিশেষজ্ঞ বাংলাদেশে এসে প্রকল্পের খসড়া দেখে গেছেন। এর আগেও বিশেষজ্ঞরা বাংলাদেশে এসেছেন, প্রকল্পের সম্ভাব্যতা পরীক্ষা করে দেখেছেন এবং প্রকল্পটি বাস্তবায়নের ব্যাপারে অনুকূল মত নিয়েছেন।
সূত্র: দৈনিক বাংলা, ৭ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত