You dont have javascript enabled! Please enable it! 1975.07.07 | আগস্টে নদী খনন পরিকল্পনার কাজ শুরু | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

আগস্টে নদী খনন পরিকল্পনার কাজ শুরু

অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (আইডব্লিউটিএ) আগামী মাসের মাঝামাঝি সময়ে ১৩টি নদী খনন পরিকল্পনার কাজ শুরু করবে বলে আশা করা যাচ্ছে। ৬৩ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে আইডব্লিউটিএর ১৯৭৫-৭৬ সালের নদী খনন কর্মসূচি অনুযায়ী এই খনন কাজ শুরু করা হবে।
আইডব্লিউটিএ সূত্রের উদ্ধৃতি দিয়ে রােববার এনা জানায় যে আগস্টের মাঝামাঝি থেকে শুষ্ক মওসুমে নদী খনন কাজ পুর্ণোদ্যমে চলবে ও ডিসেম্বর অবধি তা অব্যাহত থাকবে। এ সময় নদী খননে ১২ লাখ ৭৫ হাজার গজেরও বেশি মাটি কাটা হবে।
নদী খননের জন্য আইডব্লিউটিএ যে ১৩টি পরিকল্পনা গ্রহণ করেছেন তা হলাে: শীতলক্ষ্যা নদীতে গােপচর চড়া, ধলেশ্বরী নদীতে কাঠপট্টি ও ডিগ্রিরচর বুড়িগঙ্গায় শ্যামপুর চড়া, লক্ষ্যায় নারায়ণগঞ্জ বন্দর (খানপুর জেটি চরাগােপ), কালিগঞ্জ ও বসুন্দচড়া, নলমুণির নিকট বাবপুর চড়া, আড়িয়াল খাঁ নদী, গাবখা বহরানী পাল, পশুর নদীতে বাজবুনিয়া চড়া, কক্সবাজার রুট, মধুমতী নদী, বরিশাল বন্দর এলাকা ও আরিচা নগরবাড়ি ও গােয়ালন্দ ফেরী রুট।
এখানে উল্লেখযােগ্য যে কয়েকটি প্রধান প্রধান নদীসহ বিভিন্ন নদীতে পলি জমে নয়া ভূমি গড়ে উঠায় নৌ যােগাযােগ অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। নদীগর্ভ ও ক্রমশ ভরাট হয়ে পড়ছে এবং পানি ধারণ ক্ষমতা হারিয়ে ফেলছে। ফলে ভয়াবহ বন্যা ছাড়াও নৌ যােগাযােগ ও সেচের ক্ষেত্রে বহুবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে। সূত্র বলেন, নদীগুলাে খনন করা হলে তা নৌবাহযােগ্য, বন্যা নিয়ন্ত্রণ ও সেচ সমস্যা সমাধানে সহায়ক হবে।

সূত্র: দৈনিক বাংলা, ৭ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত