আগস্টে শিক্ষা কমিশনের রিপাের্ট প্রকাশ: জনমত যাচাই করা হবে
আগামী মাসের মাঝামাঝি সময়ে শিক্ষা কমিশনের রিপাের্ট প্রকাশিত হবে এখন এটা পরীক্ষাধীন। রয়েছে। তিন মাস পরে জনমত গ্রহণের পর শিক্ষা কমিশনের রিপাের্ট বাস্তবায়িত করা হবে।
শনিবার বাসস জানায়, বাজেটের সাধারণ আলােচনায় অংশগ্রহণ করে শিক্ষামন্ত্রী ড. মােজাফফর আহমদ চৌধুরী একথা বলেন। জনগণের প্রয়ােজন ও আশা আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্য রেখেই দেশের শিক্ষা ব্যবস্থায় মৌলিক পরিবর্তনের প্রয়ােজনীয়তার উপর তিনি গুরুত্ব আরােপ করেন।
ড. চৌধুরী বলেন, বৈজ্ঞানিক ও কারিগরি শিক্ষা ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। প্রাথমিক শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক এবং মাধ্যমিক শিক্ষা সুলভ করা উচিত। উচ্চতর শিক্ষা প্রতিভার ভিত্তিতে হওয়া উচিত বলে শিক্ষামন্ত্রী জানান বন্যানিয়ন্ত্রণমন্ত্রী।
বন্যা নিয়ন্ত্রণ পানি সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রী জনাব আবদুর রব সেরনিয়াবাত শনিবার সংসদে বলেন, গত বছর মােট দুলাখ সাড়ে ২৭ হাজার একর জমিতে বন্যানিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। এবং ২০ হাজার একর জমি সেচের অধীনে আনা হয়েছে। | মােট ৬১টি প্রকল্পের মধ্যে ছটির কাজ শেষ হয়েছে। ১৮টি নির্মাণাধীন প্রকল্পসহ অবশিষ্ট ৫৫টি প্রকল্পের কাজ আগামী অক্টোবরে শুরু হবে। এর ফলে ১৮ লাখ ১৬ হাজার একর জমি উপকৃত হবে। বন্যানিয়ন্ত্রণ বাংলাদেশের অর্থনীতি যে দৃঢ় ও সমৃদ্ধ হবে না সরকার সে সম্পর্কে সচেতন রয়েছেন।
তিনি বলেন, বন্যানিয়ন্ত্রণ একটি বিরাট সমস্যা। এজন্য তিনি একটি ব্যাপক পরিকল্পনা গ্রহণের উপর গুরুত্ব আরােপ করেন। ধনী দরিদ্র নির্বিশেষে প্রত্যেক নাগরিকের বন্যা নিয়ন্ত্রণ কার্যক্রমে অবশ্যই অংশগ্রহণ করতে হবে বলে তিনি জানান।
বাজেট সম্পর্কে আজকের আলােচনায় শিক্ষামন্ত্রী ড. মােজাফফর আহমদ চৌধুরী এবং বন্যানিয়ন্ত্রণ মন্ত্রী জনাব আবদুর রব সেরনিয়াবাত ছাড়া সংসদ সদস্য জনাব মহিউদ্দিন আহমদ, জনাব আসমত আলী খান ও জনাব এ বি এম তালেব আলী অংশগ্রহণ করেন।
সূত্র: দৈনিক বাংলা, ৬ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত