বৃটেন ১৯ কোটি টাকার অনুদান দেবে
বৃটেন ও বাংলাদেশের মধ্যে বৃহস্পতিবার ঢাকায় দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একটি চুক্তি মােতাবেক বৃটেন বাংলাদেশকে ২০ হাজার টন গম সরবরাহ করবে এবং অপর চুক্তি মােতাবেক বাংলাদেশ জনসংখ্যা কার্যক্রমের জন্যে ১৪ লাখ পাউন্ড (চার কোটি ২০ টাকা) দেবে।
বাসসর খবরে প্রকাশ, বাংলাদেশে বৃটিশ হাই কমিশনার মি: স্মলম্যান ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব জনাব এম সায়েদুজ্জামান স্ব-স্ব সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের পর সাংবাদিকদের সাথে আলােচনাকালে মি: স্মলম্যান বলেন যে ইউরােপীয় সাধারণ বাজারের খাদ্য সাহায্য কর্মসূচির কাঠামােয় ৫০ লাখ পাউন্ড (১৫ কোটি টাকা) বৃটিশ অনুদানের অধীনে ২০ হাজার টন গম সরবরাহ করা হচ্ছে।
জানা গেছে যে ২০ হাজার টন গম নিয়ে একটি জাহাজ আজ শুক্রবার বাংলাদেশে পৌছানাের কথা। চৌদ্দ লাখ পাউন্ডের (চার কোটি ২০ লাখ টাকা) অনুদানটি বাংলাদেশের জন্য বিশ্বব্যাংক এক কোটি ৯৬ লাখ পাউন্ডের যে জনসংখ্যা প্রকল্প হাতে নিয়েছে তাতে দেওয়া হবে।
বাংলাদেশ সরকারের সাথে আলােচনাক্রমে বিশ্বব্যাংক প্রশিক্ষণের সুবিধা প্রদানের মাধ্যমে সারাদেশে একটি কার্যকর পরিবার পরিকল্পনা স্বাস্থ্য ব্যবস্থার ভিত্তি প্রতিষ্ঠার ব্যাপারে সম্মত হয়েছে। সাহায্যদানকারী কয়েকটি দেশও বিশ্বব্যাংকের এই উদ্যোগে সহায়তা দান করবে।
টাঙ্গাইলে একটি পরিবার কল্যাণ পরিদর্শক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ ও তার সরঞ্জাম যােগান এবং যশােরের কোটচাঁদপুরে একটি থানা স্বাস্থ্য প্রকল্প নির্মাণ ও তার সরঞ্জাম প্রদান বৃটিশ সাহায্যের অন্তর্ভুক্ত।
সূত্র: দৈনিক বাংলা, ৪ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত