You dont have javascript enabled! Please enable it! 1975.07.04 | স্বাধীনতা সংগ্রামকালের মনােবল নিয়ে সােনার বাংলা গড়ে তুলুন: মনসুর আলী | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

স্বাধীনতা সংগ্রামকালের মনােবল নিয়ে সােনার বাংলা গড়ে তুলুন: মনসুর আলী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের সেক্রেটারী জেনারেল জনাব এম মনসুর আলী বঙ্গবন্ধুর সােনার বাংলা গড়ে তুলতে স্বাধীনতা সংগ্রামকালীন মনােবল ও তৎপরতা নিয়ে সর্বশক্তি নিয়ােগের জন্য বাংলাদেশ শিপিং কর্পোরেশন কর্মচারীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের আহ্বানে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের লক্ষ্যে পৌঁছানাের অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার সুযােগ দেওয়া হয়েছে।
বাসস জানায় যে জনাব মনসুর আলী বৃহস্পতিবার তার বাসভবনে জাতীয় দলের সদস্য পদের জন্য আবেদনপত্র দাখিল করতে সমবেত শিপিং কর্পোরেশন কর্মচারীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। এ উপলক্ষ্যে বাকশাল সম্পাদক শেখ ফজলুল হক মণিও সেখানে উপস্থিত ছিলেন।
কর্পোরেশনের ঢাকা, চট্টগ্রাম ও খুলনা অফিসের ৪৫৫ জন কর্মচারীর স্বাক্ষর সম্বলিত আবেদনপত্রটি কর্পোরেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন কিউ এ বি রহমান জাতীয় দলের সেক্রেটারী জেনারেলের নিকট দাখিল করেন। এর আগে কর্পোরেশন কর্মচারীরা সেক্রেটারী জেনারেলকে বিপুলভাবে মাল্যভূষিত করেন। তারা মিছিল সহকারে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন প্রাঙ্গণে সমবেত হয়ে এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ বঙ্গবন্ধুর পথ ধর দ্বিতীয় বিপ্লব সফল কর চেয়ারম্যান মুজিব দীর্ঘজীবী হােন ও সেক্রেটারী জেনারেল মনসুর আলী দীর্ঘজীবী হােন ধ্বনি প্রদান করেন। তারা এসব ধ্বনি সম্বলিত ব্যানার ও পােস্টারও বহন করেন।
প্রধানমন্ত্রী তাঁর সংক্ষিপ্ত ভাষণে বলেন, কাংখিত সুখী ও সমৃদ্ধ সমাজ বাস্তবায়নের পূর্বশর্ত হল একটি সুশৃঙ্খল জাতীয় রাজনৈতিক পদ্ধতি। জাতির জনকর ব্যক্তিগত নির্দেশে গঠিত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কর্মচারীরা বঙ্গবন্ধুর উদাত্ত আহ্বানে সাড়া দেওয়ায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

সূত্র: দৈনিক বাংলা, ৪ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত