You dont have javascript enabled! Please enable it! 1975.07.04 | বুধবার সংসদে বাজেট আলােচনার পূর্ণ বিবরণ | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

বুধবার সংসদে বাজেট আলােচনার পূর্ণ বিবরণ

গত বুধবার জাতীয় সংসদে বাজেটের ওপর অনুষ্ঠিত সাধারণ আলােচনার কিছু অংশ বৃহস্পতিবারের দৈনিক বাংলায় প্রকাশিত হয়েছে। বাদবাকী অংশ নিচে দেওয়া হলাে:
জনাব ওসমান সরওয়ার আলম চৌধুরী (চট্টগ্রাম) চলতি বাজেটকে প্রগতিশীল বলে অভিহিত করেন। তিনি বলেন, জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্য অর্জনের প্রক্রিয়া ত্বরান্বিত করার প্রতি লক্ষ্য রেখেই বাজেট তৈরি হয়েছে। তিনি বলেন, বাজেটে দেশের প্রকৃত অবস্থা প্রতিফলিত হয়েছে।
জনাব চৌধুরী বাড়িভাড়া কর প্রত্যাহারের প্রস্তাবকে অত্যন্ত বাস্তবধর্মী বলে অভিহিত করেন। তিনি বলেন, বাজেটে যে শুধু জনসাধারণের উপর অহেতুক কর আরােপ করা হয়নি তাই নয়, উপরন্তু জনগণকে আরও কয়েকটি করের বােঝা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জনাব চৌধুরী পর্যটকদের আকৃষ্ট করার উদ্দেশ্যে কক্সবাজারে চিত্তবিনােদন ও বাসস্থানের সুযােগ সুবিধা আরও বৃদ্ধি করার সুপারিশ করেন। উপসংহারে জনাব চৌধুরী বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের প্রতি সকল সংসদ সদস্যের পক্ষ থেকে একাত্মতা ঘােষণা করেন এবং বিপ্লব সফল করে তুলতে সদস্যদের সর্বাত্মক প্রচেষ্টার আশ্বাস দেন।
আবুল ইসলাম: জনাব আবুল ইসলাম (যশাের) বাজেটের জন্য অর্থমন্ত্রীকে অভিনন্দিত করে বলেন, এতে খাদ্যশস্য উৎপাদন ও জনসংখ্যা নিয়ন্ত্রণের ওপর যথাযথ গুরুত্ব আরােপ করা হয়েছে। কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধিতে তিনি সন্তোষ প্রকাশ করেন। জনাব ইসলাম আমাদের অর্থনীতির স্বার্থে সম্প্রতি একশাে টাকার নােট অচল ঘােষণাকে সঠিক ও সময়ােচিত পদক্ষেপ বলে অভিহিত করেন। তিনি সমাজ থেকে দুর্নীতি নির্মূলের আহ্বান জানান। তিনি বলেন, সকল প্রকার দুর্নীতি নির্মূল করে শােষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যেই বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছেন।
হাতেম আলী তালুকদার পরবর্তী বক্তা জনাব হাতেম আলী তালুকদার (টাঙ্গাইল) বাজেটকে অভিনন্দিত করেন এবং এজন্য অর্থমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি কৃষকদের কৃষি সরঞ্জাম পাওয়ার ব্যাপারে বিভিন্ন সমস্যার ব্যাখ্যা করে বলেন, কৃষি সরঞ্জাম বিতরণের ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যদের নিয়ে একটি কমিটি গঠনের আহ্বান জানান।
বেগম তসলিমা আবেদঃ বেগম তললিমা আবেদ (মহিলা আসন) সাধারণ আলােচনায় অংশ নিয়ে প্রথমেই উদ্বুদ্ধ বাজেট পেশের জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে উদ্বুদ্ধ বাজেট পেশ খুবই দুরূহ কাজ।
বেগম আবেদ দেশের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধির অক্ষুন্ন রাখার জন্য জাতীয় ঐক্যের প্রয়ােজনীয়তার ওপর গুরুত্ব আরােপ করেন। তিনি বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার ওপর গুরুত্ব আরােপ করেন। তিনি বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য খাদ্য উৎপাদন অবশ্যই বাড়াতে হবে। বেগম তসলিমা আবেদ শিক্ষা খাতে অর্থ বরাদ্দের কথা উল্লেখ করে।

সূত্র: দৈনিক বাংলা, ৪ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত