You dont have javascript enabled! Please enable it! 1975.06.29 | ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বিশেষ অধিবেশন শুরু: বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব সফল করার সঙ্কল্প | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বিশেষ অধিবেশন শুরু বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব সফল করার সঙ্কল্প

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট বঙ্গবন্ধু ঘােষিত দ্বিতীয় বিপ্লবের সহিত একাত্মতা ঘােষণা করিয়া বিপ্লবকে সফল করিয়া তােলার জন্য নিরলসভাবে কাজ করিয়া যাওয়ার সংকল্প ব্যক্ত করিয়াছেন।
গতকাল (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বিশেষ দ্বিতীয় অধিবেশনে এই প্রস্তাবটি উত্থাপন করেন উপাচার্য ও সিনেটের সভাপতি ড. আব্দুল মতিন চৌধুরী। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ১০২ জন সদস্যের মধ্যে ৭৩ জনের উপস্থিতিতে অনুষ্ঠিত এই অধিবেশনে উপাচার্য সভাপতিত্ব করেন।
উদ্বোধনী ভাষণে উপাচার্য ড. চৌধুরী বলেন, ব্যক্তি সন্তুষ্টির জন্য নয়, সমষ্টিগত কল্যাণের জন্যই জ্ঞান অর্জন করিতে হইবে। তাই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য, মূল বিষয়বস্তু ও ধ্যান ধারণার ক্ষেত্রে পরিবর্তন সাধন করিয়া জনতার কাছাকাছি আসিতে হইবে।
তিনি বলেন, অগণিত সমস্যায় জর্জরিত দেশের কল্যাণের জন্য বিশ্ববিদ্যালয়কে তাহার সীমাবদ্ধ গণ্ডি হইতে বাহির হইয়া আসিতে হইবে এবং উহার শিক্ষা ও গবেষণাকে বাস্তব ও গণমুখী করিয়া তুলিতে হইবে। ড. চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব সফল করিয়া তােলার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় সুমহান ও বিশিষ্ট ভূমিকা পালন করিবে।
সিনেটের অধিবেশনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষকের মৃত্যুতে একটি শােকপ্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরলােকগত এই ৬ জন শিক্ষক হইলেন ড. মাহমুদ হােসেন, আবু হেনা, ড. হীরেন্দ্র লাল দে, আবদুল্লাহ আল মাহমুদ, ওয়াজেদ আলী সরকার ও ড. মােহাম্মদ রেফাতউল্লাহ।
সিনেট সদস্য জাতীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম দেশের সাংবিধানিক, রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের ফলে যে পটভূমির সৃষ্টি হইয়াছে, উহার পরিপ্রেক্ষিতে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ যথাযথ ভূমিকা পালনে সমর্থ নয় বলিয়া নূতন পটভূমির সঙ্গে স্যমঞ্জস্য রাখিয়া ঢাকা বিশ্ববিদ্যায়ের বর্তমান অধ্যাদেশকে পরিবর্তন, পরিবর্ধন, পরিবর্জন ও সংশােধন করার জন্য রাষ্ট্রপতিকে অনুরােধের প্রস্তাব করেন। প্রস্তাবটির উপর আলােচনার পর উহা গৃহীত হয়।
ইহা ছাড়া সিনেটে কতিপয় সাংবিধানিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের কতিপয় অসংগতি লইয়া আলােচনা হয়। আজ (রবিবার) সকাল ১০টা পর্যন্ত অধিবেশন মুলতবী রাখা হইয়াছে।
সিনেট অধিবেশনে বাকশাল কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী জনাব আবদুর রাজ্জাক এম.পি. অধ্যক্ষ হুমায়ুন খালিদ এম. পি. জনাব এনায়েত হােসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ২৯ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত