অবলুপ্ত জাসদ নেতা ও কর্মীদের বাকশালে যােগদানের আবেদন
মুন্সীগঞ্জের অবলুপ্ত জাসদের যেসকল নেতা ও কর্মী বাকশালে যােগদানের আবেদন করিয়াছেন। তাহাদের নামের তালিকা গতকালের ইত্তেফাকে অসম্পূর্ণ ছিল। আজ অবশিষ্টদের নাম প্রকাশিত হইল।
সর্বজনাব মাে: এ. হানিফ, দফতর সম্পাদক, সােহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ। মাে: এম. এ. সাত্তার সদস্য ঐ। মাে: আবদুল হাকিম, সদস্য ঐ। মাে: মতিয়ুর রহমান সদস্য ঐ। মাে: মতিয়ুব রহমান সদস্য, ঐ। মাে: সিরাজ সদস্য, ঐ। মাে: নজরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগ। মাে: মীর মােয়াজ্জেম হােসেন, সদস্য ঐ। ডা: গােলাম মইনউদ্দিন তালুকদার, সদস্য, মুন্সীগঞ্জ জেলা অবলুপ্ত জাসদ। সর্বজনাব মাে: আবুল হােসেন, সহকারী সম্পাক সােহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ। মাে: কে এম মতিয়ুর রহমান, সদস্য, ঐ। মাে: শাহ আলম সদস্য, ঐ। মাে: সালাম, মাে: মােতাহার শেখ, সদস্য ঐ। নাসিরউদ্দিন, সদস্য, ঐ। মাে: আহসান হাবীব, সদস্য, টুঙ্গীবাড়ি থানা ছাত্রলীগ। মাে: নুরু মিয়া, সদস্য, ঐ। মাে: এ কবীর, সহকারী সম্পাদক, টুঙ্গীবাড়ি থানা অবলুপ্ত জাসদ। মাে: ইউসুফ, সদস্য টুঙ্গীবাড়ি থানা ছাত্রলীগ। মাে: মুস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক, টুঙ্গিবাড়ি থানা অবলুপ্ত জাসদ। মাে: তােফাজ্জল হােসেন, কোষাধ্যক্ষ, টঙ্গীবাড়ি থানা জাসদ। মাে: হােসেন সহসাধারণ সম্পাদক, ঐ। মাে: সিরাজ উদ দৌলা, সদস্য, টঙ্গীবাড়ি থানা ছাত্রলীগ মাে: মজিবুর রহমান, সভাপতি, কলমা ই.সি. ছাত্রলীগ। মাে: হালিম, সাধারণ সম্পাদক, কলমা হাই স্কুল ছাত্রলীগ। শাহ নেওয়াজ মিয়া, সদস্য, টঙ্গীবাড়ি থানা ছাত্রলীগ এ. আজিজ, সদস্য, গজারিয়া থানা ছাত্রলীগ। মাে: কামাল, সদস্য, সােহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ। মােঃ” এ. কাদির, সহ সাধারণ সম্পাদক, টুঙ্গীবাড়ি থানা জাসদ ও এস. এস. নিজামুদ্দিন, সহ-সভাপতি, টুঙ্গীবাড়ি থানা ছাত্রলীগ।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২৯ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত