You dont have javascript enabled! Please enable it! 1975.06.30 | ইরান বাংলাদেশে ফলের চাষ করিতে আগ্রহী | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

ইরান বাংলাদেশে ফলের চাষ করিতে আগ্রহী

ইরান বাংলাদেশে ফলের চাষ করিতে আগ্রহী। শিল্পপতি জনাব এ. কে. খান ইত্তেফাক প্রতিনিধির নিকট এই তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, ইরানকে পার্বত্য চট্টগ্রামে কলার চাষ করার জন্য অনুমতি দেওয়া হইলে ইরান যে- কোন পরিমাণ পুঁজি বিনিয়ােগ করিতে প্রস্তুত।
ইরান বিপুল পরিমাণ কলা বিদেশ হইতে আমদানী করিতেছে। কিন্তু চাহিদার তুলনায় এই আমদানীও অপ্রতুল।
পাকিস্তানী আমলের প্রথমদিকে ইরানের শাহের ছােটভাই শিকারের উদ্দেশ্যে কয়েকবার চট্টগ্রাম আসেন। তখনই তিনি কলা চাষের পক্ষে উপযােগী এই এলাকার আবহাওয়া ও মাটির সহিত পরিচিত হন।
একটি কলা বাগানের জন্য কমপক্ষে ২ হাজার একর জমির প্রয়ােজন। ইরানের পক্ষ হইতে এব্যাপারে একটি প্রস্তাব পাওয়া যাইবে বলিয়া জনাব এ. কে. খান আশা প্রকাশ করেন। প্রস্তাব পাওয়া গেলে উহা সরকারের বিবেচনার জন্য পেশ করা হইবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ৩০ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত