বাকশালে যােগদানের আবেদন
বরিশাল আইনজীবী সমিতির ৩৪ জন সদস্য বঙ্গবন্ধুর মতাদর্শে পূর্ণ আস্থা জ্ঞাপন করিয়া বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগে যােগদানের জন্য আবেদপত্র পেশ করিয়াছেন। আইনজীবী সমিতির ৩৪ জন সদস্য এক যুক্ত আবেদনপত্রে বলেন, “বাঙ্গালী জাতিকে অর্থনৈতিক দাসত্বের শৃঙ্খল হইতে মুক্ত-করার পক্ষে শােবিতের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু যে দ্বিতীয় বিপ্লবর ডাক দিয়াছেন এবং বিপ্লবী কর্মসূচী গ্রহণ করিয়াছেন, সমগ্র জাতির সহিত আমরাও আমাদের সীমিত শক্তিও সামর্থ্য দ্বারা সেই মহান কর্মসূচী বাস্তবায়নে প্রত্যন্ত অংশগ্রহণ করিতে চাই।” আবেদনকারীরা হইলেন: মােহাম্মদ এনায়েত পরিসংখ্যান সম্পাদক, বরিশাল আইনজীবী সমিতি, আবদুল নাহান আখন্দ, শাহ আলম খান, খােন্দকার ফজলে সােবহান, শেখ মােহাম্মদ আবদুল মালেক, শেখ মােহাম্মদ ফজলে হােসেন, আবদুর রশিদ খলিফা, এম. এ. রশীদ হাওলাদার, কেরামত আলী হাওলাদার, মােহাম্মদ সুলতান হােসেন, মাে: আবদুল রশিদ মিয়া, মাে: মতিয়ার রহমান, বাবু লাল ঘােষ, এ. কে. এম. সেকান্দর আলী, মাে: আবদুর রাজ্জাক হাওলাদার, মাে: মােজ্জামেল হক, আবদুল রহিম হাওলাদার, কাজী মাে: আবদুল কুদুস, মাে মােজাম্মেল হক, হাজী মাে: আবদুল খালেক, আবদুল মালেক খান, মাে: আবদুল জব্বার, মােহাম্মদ মােস্তফা, কাজী মােজাম্মেল হােসেন, সৈয়দ মােয়াজ্জম হােসেন সুরােধরতন দত্ত, কটনওস্পিনিং মিলসের কিছু কর্মকর্তাও জাতীয় দলে যােগদানের আবেদন জানাইয়াছেন। তাঁহারা হইলেন: এম. এ. জলিল, মহাব্যবস্থাপক, ঢাকেশ্বরী কন্টন মিলা, এ. কে. এন আবুল হােসেন মহাব্যবস্থাপক, লক্ষ্মীনারায়ণ কটন মীলস, গিয়াস উদ্দিন আহমদ, মহা ব্যবস্থাপক, আদর্শ কটন মিলস এ্যান্ড উইন্ডিং মিলস লিমিটেড, মাে: আবুল মালেক ম্যানেজার, বি.বি.এম. মেসবাহ উদ্দিন আহমদ, মহা ব্যবস্থাপক, চিত্তরঞ্জন কটন মিলস, মাে: আলফাজউদ্দিন আকন্দ, প্রধান হিসাব রক্ষক, ঢাকেশ্বরী কঠন মিলস লিঃ।
বাংলাদেশ ট্যানারিজ কর্পোরেশনের কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব আমীর আলী খান ও সাধারণ সম্পাদক জনাব নূরুন্নবীসহ ১০৮ জন কর্মচারী জাতীয় দলে যােগদানের জন্য আবেদনপত্র দাখিল করিয়াছেন।
নারায়ণগঞ্জ সােনাকান্দা বি.ই.এস.সি. ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি জনাব মােহাম্মদ আমানুল্লাহ ও সাধারণ সম্পাদক জনাব মােহাম্মদ ফজলুল হকসহ কার্যকরী পরিষদের মােট ৬ জন সদস্য বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের যােগদানের জন্য আবেদনপত্র পেশ করিয়াছেন বলিয়া বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হইয়াছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২৭ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত