কেন্দ্রীয় ও বিভাগীয় পরিদর্শন কমিটি গঠন
পূর্ত ও সেচ কর্মসূচীর অর্থ অপচয় রােধের ব্যবস্থা
গতকাল (শনিবার) এক সরকারী তথ্য বিবরণীতে প্রকাশ, সরকার পূর্ত কর্মসূচী ও থানা সেচ কর্মসূচীর কাজ যাহাতে সঠিকভাবে সম্পন্ন হয় এবং যে সব স্থানে উক্ত কর্মসূচির অধীনে বরাদ্দ অর্থের অপচয় হইতেছে বলিয়া অভিযােগ আছে সে সব এলাকায় সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে। অনুসন্ধান চালানাের জন্য কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ে পরিদর্শন কমিটি গঠন করিয়াছে।
সাত সদস্যের কেন্দ্রীয় কমিটিতে সমবায় ও পল্লী উন্নয়ন বিভাগের যুগ্ম-সচিব সভাপতি এবং উপসচিব সমবায়, উপসচিব পূর্ত কর্মসুচী, সমবায় ও পল্লী উন্নয়ন বিভাগের প্রধান মূল্যায়ন কর্মকর্তা, উপ-পরিচালক সদর দপ্তর ও দুইজন নির্বাহী প্রকৌশলী সদস্য থাকিবেন। চার সদস্যের চারটি বিভাগীয় কমিটিতে উপ-পরিচালক স্থানীয় শাসন ও পল্লী উন্নয়ন সভাপতি এবং সংশ্লিষ্ট মূল্যায়ন কর্মকর্তা। সংশ্লিষ্ট জেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট জেলায় পানি উন্নয়ন বাের্ডের নির্বাহী প্রকৌশলী সদস্য থাকিবেন। অনুসন্ধান কমিটিসমূহ আগামী ১৫ই জুলাই-এর মধ্যে সরকারের কাছে অন্তবর্তীকালীন রিপাের্ট দাখিল করিবে।
কমিটিগুলি তাহাদের আওতাধীন সংস্থা কর্তৃক পরিকল্পনা প্রণয়ন, প্রকল্প বাস্তবায়ন, হিসাব রক্ষণ ও দাখিল প্রভৃতি বিষয় উল্লেখ করিয়া আগামী ৩১শে আগষ্টের মধ্যে পরিদর্শনের ফলাফল ও সুপারিশ সরকারের নিকট পেশ করিবে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২২ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত