You dont have javascript enabled! Please enable it! 1975.06.23 | সংসদের দায়িত্ব ও গুরুত্ব বজায় থাকিবে | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

সংসদের দায়িত্ব ও গুরুত্ব বজায় থাকিবে

জাতীয় দলের চেয়ারম্যান রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন যে, দল ও প্রশাসনে পরিবর্তন সত্ত্বেও জাতীয় আইন প্রণয়নকারী সংস্থা হিসাবে সংসদের দায়িত্ব ও গুরুত্ব বজায় থাকিবে।
‘বাসস জানান, বঙ্গবন্ধু গতকাল গণভবনে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের সংসদীয় দলের এক ঘণ্টাব্যাপী বৈঠকে ভাষণ দিতেছিলেন।
বৈঠকশেষে চীফ হুইপ শাহ মােয়াজ্জেম হোেসেন সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধু তাহার অর্ধ ঘণ্টাব্যাপী ভাষণে দেশে প্রবর্তিত নয়া প্রশাসনিক ব্যবস্থার ব্যাখ্যা করিয়া আশ্বাস দেন যে, জাতীয় সংসদ আইন প্রণয়নকারী সংস্থা হিসাবে স্বীয় ভূমিকা পালন করিয়া যাইবে। বঙ্গবন্ধু বলেন যে, অধিবেশন চলাকালে সংসদে বাজেট, বিল ও অন্যান্য বিষয়ে বিস্তারিত আলােচনা হইবে এবং আলােচনায় সদস্যরা অবাধে অংশগ্রহণ করিতে পারিবেন।
বঙ্গবন্ধু দেশের সামগ্রিক পরিস্থিতি, বিশেষভাবে নয়াপ্রশাসনিক ও দলীয় ব্যবস্থা এবং দ্বিতীয় বিপ্লবের লক্ষ্য পর্যালােচনা করেন।
বৈঠকশেষে চীফ হুইপ শাহ মােয়াজ্জেম হােসেন সাংবাদিকদের জানান যে, নূতন ব্যবস্থার অধীনে এইবার সংসদে কোন প্রশ্নোত্তর পর্ব অনুদিত হইবে না বলিয়া পার্লামেন্টারী পার্টি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে। তিনি জানান যে, সংসদ সদস্যগণ সারা বৎসরই চীফ হুইপের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিকট জবাব চাহিয়া প্রশ্ন পাঠাইবার সুযােগ পাইবেন। সদস্যদের অবগতির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রশ্ন পাইবার এক মাসের মধ্যে চীফ হুইপের নিকট জবাব পাঠাইতে বাধ্য থাকিবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ২৩ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত