ভূমিহীন চাষীরা শ্রমের বিনিময়ে সমবায়ের ফল ভােগ করিতে পারিবে
সমবায়, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী এবং জাতীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক মি: ফনি মজুমদার বলেন যে, দেশের শতকরা ৬০ জন ভূমিহীন চাষী তাহাদের শ্রমের বিনিময়ে সমবায়ের ফল ভােগ করিতে পারিবে। বঙ্গবন্ধুর ঘােষিত গ্রামভিত্তিক বহুমুখী সমবায় সমিতির সাফল্যের উপর জাতীয় অর্থনৈতিক উন্নয়ন নির্ভরশীল।
এনা’র খবরে প্রকাশ, গত রবিবার ইসলামিক একাডেমী মিলনায়তনে তেজগাঁও থানার কেন্দ্রীয় সমবায় সমিতির প্রথম বার্ষিক সাধারণ সভায় বক্তৃতাকালে জাতীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক বলেন যে, নিপীড়িত জনগণের ভাগ্যোন্নয়ন এবং অর্থনৈতিক মুক্তির জন্যই বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়াছেন।
জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সেক্রেটারী জেনারেল জনাব রাশেদ মােশাররফ এম. পি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন তেজগাঁও থানা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি অধ্যাপক শামিম মিসির এম. পি সার্জেন্ট ফজলুল হক এম. পি এবং সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচীর মহাপরিচালক জনাব আবদুর রহমান এম. পি।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২৪ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত