যাত্রা শুরুর শুভ আয়ােজন
গতকাল (সােমবার) জাতীয় সংসদে ১৯৭৫-৭৬ অর্থ বৎসরের বাজেট পেশকালে অর্থমন্ত্রী জনাব এ. আর. মল্লিক ঘােষণা করেন যে, উন্নয়ন কার্যক্রমের সর্বাঙ্গীন সফলতার জন্য প্রতিশ্রুতি প্রদান করিতেছি না, তবে ইহা যাত্রা শুরু করার শুভ আয়ােজন। তিনি আশা প্রকাশ করেন যে, এই বাজেটের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন খাতে সম্পদের বণ্টন সীমিত সম্পদের সর্বাধিক সদ্ব্যবহারের মাধ্যমে জাতীয় প্রবৃদ্ধি ত্বরান্বিত করিবে।
অর্থমন্ত্রী তাঁহার বাজেট বক্তৃতায় ‘৭৪-৭৫ অর্থ বৎসরের জটিল অর্থনৈতিক পরিস্থিতিকে কঠিন পরীক্ষার সময় বলিয়া উল্লেখ করেন। রফতানী বাণিজ্যে প্রতিকুলতা, ধ্বংসাত্মক বন্যা, ভয়াবহ দুর্ভিক্ষের ছায়াপাত, ঘােড়াশাল সার কারখানায় ভয়ঙ্কর দুর্ঘটনার কথা উল্লেখপূর্বক অর্থমন্ত্রী পরিস্থিতি মােকাবিলায় সরকারের পদক্ষেপের বর্ণনা দেন।
তিনি উল্লেখ করেন যে, প্রতিকূলতা সত্ত্বেও কৃষক সমাজের সহযােগিতা ও সরকারের চেষ্টায় কৃষি উৎপাদন বজায় থাকায় এবং পাট ও পাটশিল্পের ব্যাপারে প্রতিকারমূলক পদক্ষেপ গৃহীত হওয়ায় সঙ্কট কিছুটা লাঘব হয়।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২৪ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত